• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আনকাট সেন্সর পেল ‘মনের মতো মানুষ পাইলাম না’

ছবি : সংগৃহীত

শোবিজ

আনকাট সেন্সর পেল ‘মনের মতো মানুষ পাইলাম না’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৯

আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে শাকিব-বুবলী জুটির এই ছবি। জাকির হোসেন রাজু বলেন, ‘আমাদের সমাজের চারপাশে তাকালে দেখা যাবে অরাজকতা-অসভ্যতা। যারা এ কাজ করছে তারা আমাদের সমাজেরই মানুষ। আবার তাদের আমরা ক্ষমতা দিয়েছি সমাজ পরিচালনা করার জন্য। ক্ষমতা দেওয়ার মতো আসল মানুষ কি আমরা পাচ্ছি? আমার মনে হয় আমরা কোথাও মনের মতো মানুষ পাচ্ছি না। সে কারণে অনেক কিছু ভেবে আমি এমন নাম দিয়েছি। রাজনৈতিক নাম দিলে হয়তো ছবিটি মুক্তি দিতে পারতাম না। 

সেন্সরে প্রশংসিত হয়েছে জানিয়ে রাজু বলেন, ‘গতকাল সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে আমার পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। ছবিটি দেখে বোর্ডের সদস্যরা আমাকে ফোন দিয়ে প্রশংসা করেছেন। আমি নিজেও আত্মবিশ্বাসী ছবিটি দেশে সবাই পছন্দ করবেন। এত দিন দর্শক শাকিব-বুবলীর প্রেম দেখেছে, এবার অন্য রকম গল্পে, ভিন্ন চরিত্রে দেখবেন দর্শক।’

ছবির আনকাট সেন্সর পাওয়ার বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, ‘মঙ্গলবার আমাকে ছবিটির সেন্সর পাওয়ার খবর পেয়েছি। ছবিটি সেন্সর বোর্ডের সবাই প্রশংসা করেছেন। এমন গল্পনির্ভর ছবিতে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন তারা। আশা করি, পাসওয়ার্ডের পর দর্শকরা মনের মতো মানুষ পাইলাম না ছবিটি দেখেও মুগ্ধ হবেন।’

ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবির গানগুলো লিখেছেন জাকির হোসেন রাজু ও গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোর সুর ও সংগীত করছেন শফিক তুহিন। আর কণ্ঠ দিচ্ছেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী রাশেদ। দুটি গানেরই দৃশ্যায়ন হয়েছে তুরস্কে। দেশ বাংলা মাল্টিমিডিয়া সিনেমাটি প্রযোজনা করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads