• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
তৌসিফ-সাফার ‘চাওয়ালা’

ছবি : সংগৃহীত

শোবিজ

তৌসিফ-সাফার ‘চাওয়ালা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৯

বস্তিতে জামান ও ফারজানার বসবাস। একটি অ্যাক্সিডেন্টে জামান বাম হাত হারিয়েছে এবং ফারজানা তার দুই চোখ। এই শহরে তাদের আর কেউ নেই। প্রতিদিন দুজনে রাস্তার পাশে চা বিক্রি করে চলে। তাদের ছোট সংসার। নিজস্ব অর্থসম্পদ না থাকলেও আছে অটুট ভালোবাসার বন্ধন, এই ভালোবাসা নিয়ে তারা সুখী। তাদের রাজ্যে তারা রাজা-রানী। ভালোবেসে একে-অন্যকে মহারাজ ও মহারানী বলে ডাকে। সৌরভ সাফওয়ানের এমনই গল্প নিয়ে মেহেদী হাসান জনি সম্প্রতি নির্মাণ করেছেন নাটক আমার ‘চাওয়ালা’।

এতে অভিনয় করেছেন ছোটপর্দার প্রিয়মুখ তৌসিফ মাহবুব ও সাফা কবির। নির্মাতাসূত্রে জানা গেছে, এন আর মিডিয়া পরিবেশিত নাটকটি প্রচার হবে ঈদ অনুষ্ঠানমালায় একুশে টিভির পর্দায়। নাটকে অভিনয় প্রসঙ্গে তৌসিফ বলেন, নাটকের গল্পটা ভালো লেগেছে। গতানুগতিক নয়। আমার মনে হয়, দর্শকেরও ভালো লাগবে। একই কথা বললেন সাফা কবির। তিনি বলেন, একই রকম গল্প দেখতে দেখতে দর্শক ক্লান্ত। সেখান থেকে বেরিয়ে নতুন কিছুর স্বাদ পেতে যাচ্ছেন দর্শকরা। ঈদের নাটক হিসেবে একেবারেই অন্যরকম মনে হচ্ছে এই নাটকটিকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads