• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আফরান নিশোর গল্পে মেহজাবিন

ছবি : সংগৃহীত

শোবিজ

আফরান নিশোর গল্পে মেহজাবিন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৯

আফরান নিশো, এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে একজন জাত অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন। সম্প্রতি নাটকে নিশোর চাহিদাও বেড়েছে অনেকাংশে। যে কারণে এখন মাসের পুরোটা সময়ই তাকে অভিনয় নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার এই ফাঁকে দর্শকের জন্য ভালো ভালো গল্প নিয়েও ভাবনায় মগ্ন হন মাঝে মাঝে। ঠিক তেমনি একটি গল্প নিয়ে মাহমুদুর রহমান হিমি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক ভিউ (পারস্পেক্টিভ ম্যাটারস)। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানান। আফরান নিশোর গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন দয়াল সাহা।

নাটকটি প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘দর্শকের অনেক অভিযোগ থাকে প্রায় সময়ই যে গল্পে ভিন্নতা নেই, নতুনত্ব নেই। দর্শকের কথা মাথায় রেখেই কিন্তু এই নাটকের গল্পটা নিয়ে আমি ভেবেছি। আমার ভাবনাটাই হিমির সঙ্গে শেয়ার করেছি। হিমির ভালোলাগায় গল্পটি নিয়ে হিমি নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। অবশেষে আমি, মেহজাবিন নাটকটির গল্প তুলে ধরার চেষ্টা করেছি। হিমি নতুন হিসেবে একজন ভালো নির্মাতা। তার মধ্যে ভালো কাজ করার প্রবল আগ্রহটা আছে। কোনো পরামর্শ দিলে তা গ্রহণ করে নিজের মধ্যে নিয়ে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে। মূল কথা, হিমিও চেষ্টা করেন কীভাবে গল্পটাকে যথাযথভাবে দর্শকের কাছে তুলে ধরা যায়।’

মেহজাবিন বলেন, ‘এর আগে হিমি ভাই আমার গল্পে একটি নাটক নির্মাণ করেছিলেন। এবার আফরান নিশো ভাইয়ার গল্পে আমি এবং নিশো ভাইয়া কাজ করেছি। সত্যি বলতে কী এবারের ঈদে আমি অনেক ভালো ভালো গল্প পেয়েছি, চ্যালেঞ্জিং অনেক চরিত্র পেয়েছি। যেগুলোতে আমি নিজেই অনেক আগ্রহ নিয়ে কাজ করেছি। হিমি ভাইয়ের এ নাটকটির গল্পও আমার ভীষণ পছন্দের। একটি চমৎকার গল্প ভাবনা দেওয়ার জন্য নিশো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

মাহমুদুর রহমান হিমি জানান, আগামী ঈদে নাটকটি এনটিভিতে প্রচার হবে। এর আগে মাহমুদুর রহমান হিমি মেহজাবিনের গল্পে ‘স্বপ্ন দেখি আবারো’ নামের একটি নাটক নির্মাণ করেন। এতে মেহজাবিনের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেন শ্যামল মাওলা। মাহমুদুর রহমান হিমি নির্দেশিত আফরান নিশো ও মেহজাবিন অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘আনএক্সপেক্টেড স্টোরি’, ‘আনএক্সপেক্টেড সারপ্রাইজ’। দুটি নাটকে নিশো মেহজাবিনের অসাধারণ পারফরম্যান্স আলোচনায় আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads