• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
টয়ার ‘গল্পগুলো এমন হোক’

ছবি : সংগৃহীত

শোবিজ

টয়ার ‘গল্পগুলো এমন হোক’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৯

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। ঈদুল আজহা উপলক্ষে টয়া ও তৌসিফকে নিয়ে নির্মাতা সৈয়দ শাকিল নির্মাণ করেছেন ‘গল্পগুলো এমন হোক’ শিরোনামের নাটক। নাটক রচনায় মেহেদী হাসান সজীব। এতে তানি চরিত্রে টয়া এবং রাফি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ।

এর গল্পে দেখা যাবে, তানি ও রাফি দুজন দুজনকে খুব ভালোবাসে। একদিন তানি রাফিকে বলে, অন্য কারো সঙ্গে আমার বিয়ে হলে তুমি কী করবে? রাফি সঙ্গে সঙ্গে উত্তর দেয়- ভুলে যাব, যা শুনে তানি ভীষণ রাগ করে। কিন্তু রাফি তার রাগ ভাঙানোর চেষ্টা না করে আরো বলে, তুমিও আমাকে ভুলে যাবে। আমি তোমাকে যত দ্রুত ভুলে যাব, তার চেয়ে আরো দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। রাফির এমন কথা শুনে তানি অবাক হয়। কিন্তু আসলেই কি ভালোবাসার মানুষকে ভুলে থাকা সম্ভব? ‘গল্পগুলো এমন হোক’ নাটকের গল্পে এই প্রশ্নের উত্তর মিলবে।

ছোটপর্দার ব্যস্ততার পাশাপাশি বড়পর্দায় ঝলক দেখাবেন টয়া। বাংলাদেশের খবরের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন টয়া। তিনি জানান, তার অভিনীত ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে গত ৬ জুন। ছবিতে টয়াকে দেখা যাবে সত্তর দশকের একজন মেডিকেল ছাত্রীর চরিত্রে। নিজের প্রথম ছবি মুক্তি সম্পর্কে জানতে চাইলে টয়া বলেন, ‘একটু নার্ভাস আছি। সত্তর দশকের গল্পের ছবি। তখনকার মানুষ কীভাবে কথা বলত, কীরকম পোশাক পরত এসব আমাকে রপ্ত করতে হয়েছে। আমি চেষ্টা করেছি অভিনয়টা ঠিকমতো করার।’

বড়পর্দায় নিয়মিত হওয়া প্রসঙ্গে টয়া বলেন, ‘বড়পর্দায় নিয়মিত হওয়ার ইচ্ছা আছে। কিছু ছবির প্রস্তাবও আমার হাতে আছে। তবে আমি একটু বুঝেশুনে বড়পর্দায় আসতে চাই। সুন্দর গল্পের ভালো ছবিতে কাজ করার ইচ্ছা আছে। আমার সঙ্গে ব্যাটে বলে মিললেই পর্দায় নিয়মিত হব।’

এদিকে গায়ক ইমরান ও টয়ার বন্ধুত্ব প্রায় আট বছরের। কিন্তু একসঙ্গে পর্দায় কাজ হয়নি দুজনের। এবারই প্রথম ইমরানের গানে মডেল হলেন টয়া। এ বিষয়ে টয়া বলেন, ‘দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের দুজনের। সংগীতশিল্পী হিসেবে এখন বেশ আলোচিত ইমরান। বন্ধু হিসেবে গর্ব করি। একই মঞ্চে আমরা দুজন দু-একটি কাজ করেছি। কিন্তু পর্দায় একসঙ্গে অনেক দিন থেকেই কাজ হবে হবে করেও হয়নি। ইচ্ছা ছিল দুই বন্ধু একসঙ্গে কাজ করব। এবার হলো। বন্ধুর গানে প্রথম মডেল হলাম। অন্য রকম ভালো লাগা কাজ করছে।’ ‘ক্ষয়’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। লিখেছেন স্নেহাশিস ঘোষ। গানের ভিডিওটি নির্মাণ হচ্ছে সংগীতার ব্যানারে। আগামী ঈদে ভিডিওটি প্রকাশিত হওয়ার কথা আছে। ২০১০ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আগমন হয় টয়ার। টেলিকম কোম্পানির বিজ্ঞাপনে অংশ নিয়ে আলোচনায় আসেন টয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads