• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নতুন গান নিয়ে নন্দিতা

ছবি : সংগৃহীত

শোবিজ

নতুন গান নিয়ে নন্দিতা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৯

সানজিদা মাহমুদ নন্দিতা, এই সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী। এই প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে নিজের শ্রুতিমধুর সুরেলা কণ্ঠ দিয়ে নিজেকে আলাদা করে নিয়েই এক আলাদা বৈশিষ্ট্য নিয়েই এগিয়ে চলেছেন নন্দিতা। তার মিষ্টি কণ্ঠ যে কোনো শ্রোতাকে প্রথম বারই মুগ্ধ করে। আর এমনি করেই নন্দিতা একের পর এক সবার কাছে হয়ে উঠছেন নন্দিত এক সংগীতশিল্পী। এনামুল করিম নির্ঝরের ‘কানসুঁতা’ প্রজেক্টের চতুর্থ সিজনের সাতটি গান গাইবেন নন্দিতা।

 এরই মধ্যে তিনটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন তিনি। এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা রেকর্ডিং শেষ হওয়া গানগুলো হচ্ছে ‘নিজের মধ্যে থাকা’, ‘আধখানা জীবনের’ ও ‘মীমাংসা গল্পের’। চলতি সপ্তাহের মধ্যেই বাকি চারটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হবে বলে জানালেন নন্দিতা।

গানগুলো প্রসঙ্গে নন্দিতা বলেন, ‘প্রতিটি গানই অন্যরকম হয়েছে। শিল্পী হিসেবে আমি সন্তুষ্ট। কারণ ভালো গানই গাইবার চেষ্টা থাকে। বাকিটা নির্ভর করছে গানগুলো প্রকাশ হওয়ার পর শ্রোতাদের ওপর।’ এদিকে আগামী ঈদের দিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশ টিভির ‘সুর আর গান’ অনুষ্ঠানে এবং মাছরাঙা টিভিতে ঈদের সপ্তম দিনে ‘কিংবদন্তির গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন নন্দিতা। দুটো অনুষ্ঠানেই তিনি প্রয়াত শ্রদ্ধেয় বরেণ্য সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই স্মরণে গাইবেন।

নন্দিতা বলেন, ‘দুটো অনুষ্ঠানেই আমি শাহনাজ ম্যাডামের প্রচলিত গানগুলোর পাশাপাশি বেতারে গাওয়া কিছু অপ্রচলিত গানও গাইব। তার গানগুলো একজন শিল্পী হিসেবে আমার কাছে অনেক শিক্ষণীয় বিষয়। তার গানগুলোই একজন শিল্পীর পাথেয় হিসেবে কাজ করে।’ আগামী ঈদের পরদিন বিটিভির একটি অনুষ্ঠানে ফেরদৌসী রহমানের ‘তুমি যদি বলেই দিতে’ গানটি পরিবেশন করতে দেখা যাবে নন্দিতাকে। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত আমির হোসেন পরিচালিত ‘যে আগুনে পুড়ি’ সিনেমাতে গানটি গেয়েছিলেন তিনি। গানটি লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছিলেন খোন্দকার নূরুল আলম। গানটি চিত্রনায়িকা কবরীর লিপে ব্যবহূত হয়েছিল। এই সিনেমাতে অভিনয় করেছিলেন রাজ্জাক, সচন্দা, আনোয়ার হোসেন, কবরী, সিরাজুল ইসলাম, রানী সরকা, সুলতানাসহ আরো অনেকে। উল্লেখ্য ‘দেশ টিভি’ এবং ‘মাছরাঙা টিভি’র দুটি গানের অনুষ্ঠানে তার সঙ্গে আরো গাইবেন এই প্রজন্মের সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান। পেছনে ফিরে গেলে জানা যায় ২০০৭ সালে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় লোকগীতিতে সারা দেশে প্রথম এবং নজরুল সংগীতে দ্বিতীয় হয়েছিলেন নন্দিতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads