• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
লাভলুর সঙ্গে সারিকা

ছবি : সংগৃহীত

শোবিজ

লাভলুর সঙ্গে সারিকা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৯

ছোট পর্দার গুণী অভিনেতা, নাটক ও চলচ্চিত্র পরিচালক সালাহ উদ্দিন লাভলু নাটক নির্মাণের পাশাপাশি এখন অভিনয়েও আবার বেশ সরব হয়ে উঠেছেন। যে কারণে বিশেষ বিশেষ দিবস এলে নাটক নির্মাণের পাশাপাশি অভিনয়েও তার ব্যস্ততা বেড়ে যায় অনেকাংশে। এবারের ঈদে সালাহ উদ্দিন লাভলু বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। নাট্যকার ও পরিচালক তুহিন হোসেনের পরিচালনায় জিটিভির ব্রেক ফ্রি সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি সিক্রেট’-এ অভিনয় করেছেন তিনি। নাটকে তার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ সারিকা।

নাটকটির গল্প প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, ‘পরিবারের প্রত্যেকেরই সিক্রেট কিছু বিষয় থাকে যা পরিবারের সবার সঙ্গে শেয়ার করলেও ঝামেলা না করলেও ঝামেলা। এর মধ্যে যদি পরিবারের বাইরের আরেকটি খারাপ লোক পরিবারের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে তখন ঝামেলা আরো বেড়ে যায়। এ নিয়েই ফ্যামিলি সিক্রেটের গল্প এগিয়ে যায়।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন বিজরী বরকত উল্যাহ, ইন্তেখাব দিনার, জিয়াউল হাসান কিসলু, শিল্পী সরকার অপু, মিশু সাব্বির, মুনিয়া প্রমুখ। এরই মধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসসহ বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সালাহ উদ্দিন লাভলু বলেন, ‘দর্শক আগে যেমন পারিবারিক গল্পের নাটক দেখে আবেগাপ্লুত হয়ে পড়তেন, হাসতেন, কাঁদতেন। তুহিনের এই নাটক দেখে দর্শক সেই আগের নাটকের গল্পের রেশ খুঁজে পাবেন নিশ্চিত। নির্মাতা তুহিন হোসেন খুব কষ্ট করে, শ্রম দিয়ে নিজের মেধার সর্বোচ্চটুকু দিয়েই নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছে। খুব ভালো একটি কাজ হয়েছে। যে কারণে আমি নিশ্চিত বলতে পারি, দর্শকের এই ঈদ ধারাবাহিকটি ভালো লাগবে।’

সারিকা বলেন, ‘তুহিন হোসেনের নির্দেশনায় এর আগেও আমি বেশকিছু নাটকে কাজ করেছি। তার নাটকের গল্পই হচ্ছে প্রাণ। ফ্যামিলি সিক্রেট নাটকটির গল্প এবং দর্শকের উদ্দেশে গল্প বলার ধরন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শ্রদ্ধেয় লাভলু ভাইয়ের নির্দেশনায় বা তার সহশিল্পী হিসেবে আমার কখনোই কাজ করা হয়ে ওঠেনি। এবারই প্রথম তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হলো, এটা একটা অন্যরকম ভালোলাগা। অনেক গুণী গুণী শিল্পীদের সঙ্গে এই নাটকে কাজ করেও দারুণ ভালো লেগেছে। তুহিনের কাজ সবসময়ই অন্যরকম।’

এবারের ঈদে লাভলুকে এসএ হক অলিক, হিমু আকরাম, সাজ্জাদ সুমন, আবু হায়াত মাহমুদের নাটকে দেখা যাবে। অন্যদিকে সারিকাকে সৈয়দ শাকিল, মাবরুর রশীদ বান্নাহ, সকাল আহমেদ, গোলাম মুক্তাদীর শানের নাটকে দেখা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads