• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিশেষ টেলিফিল্ম ‘বিভ্রম’

ছবি : সংগৃহীত

শোবিজ

বিশেষ টেলিফিল্ম ‘বিভ্রম’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০১৯

মিথিলা নিখোঁজ। কিন্তু অরুণ চোখের সামনে দেখেছে মিথিলাকে খুন হয়ে যেতে। মৃত্যুর মুখ থেকে ফিরেও অরুণ এই নিদারুণ ঘটনাকে কোনোভাবেই ভুলতে পারে না, যখন নিশ্চিত হয় মিথিলা ঐ রাতের পর থেকে সত্যি নিখোঁজ।

অরুণ মানসিক ডাক্তারের পরামর্শে একটু ধাতস্থ হয়েই কাজে ঝাঁপিয়ে পড়ে। সফলও হয়। অফিসের বস তিশানা অরুণকে পছন্দ করে। সমবয়সী উচ্চশিক্ষিত সুন্দরী বসের প্রেমে সাড়া না দিয়ে পারে না। অন্যদিকে মিথিলার স্বপ্ন-ভালোবাসা নিদারুণ হতাশা-দুঃস্বপ্নে বদলে যেতে তাকে তাড়া করে। অরুণ দুইটা মানুষে রূপান্তরিত হয়। এভাবেই ‘বিভ্রম’ টেলিফিল্মের গল্পটি এগিয়ে যাবে। তানভীর হোসেন প্রবালের গল্পে মাসুদ জাকারিয়া সাবিন ও দেবাশীষ তালুকদারের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, ঊর্মিলা শ্রাবন্তী কর ও নীলাঞ্জনা নীলা, তানভীর হোসেন প্রবাল, দাউয়ান জোয়ারদার, খলিলুর রহমান কাদরি প্রমুখ। টেলিফিল্মটি ঈদের আগের দিন রাত ১০টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads