• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মৌসুমীর কিচেনে পূর্ণিমা

ছবি : সংগৃহীত

শোবিজ

মৌসুমীর কিচেনে পূর্ণিমা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০১৯

বর্ণিল সব আয়োজনে ঈদ অনুষ্ঠান প্রচার করবে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, সেলিব্রেটি শো, রম্য ম্যাগাজিন, একক নাটক, ধারাবাহিক নাটকসহ বিবিধ অনুষ্ঠান। ঈদের বিশেষ আয়োজনে প্রচার হবে ৯ পর্বের রান্নার অনুষ্ঠান ‘মৌসুমী’স লাইভ কিচেন-২’। ঈদের দিন থেকে প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এখানেই তার অতিথি হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছে চিত্রনায়িকা পূর্ণিমা।

উপস্থাপনার পাশাপাশি রন্ধনশিল্পী হিসেবেও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মৌসুমী। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ফাহমিদা প্রেমা। চিত্রতারকা মৌসুমী অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করে থাকেন। অবসর সময়ে রান্না করতেও পছন্দ করেন এই তারকা। তার পছন্দের কিছু রেসিপি নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। স্টুডিওতে ধারণকৃত এই অনুষ্ঠানের কোনো কোনো পর্বে মৌসুমী নিজেই রান্না করেছেন তার পছন্দের রেসিপিটি। রান্না করে তার পছন্দের অতিথিদের খাওয়াবেন। কিচেনের পাশেই ডাইনিংয়ে অতিথিরা অপেক্ষা করবেন। সেখানেই তাদের খাবার পরিবেশন করবেন মৌসুমী। রান্নার পাশাপাশি  সে ঈদের অভিজ্ঞতার কথাও শেয়ার করবেন দর্শকদের সঙ্গে। অনুষ্ঠানে পূর্ণিমা ছাড়া আরো অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌম, ওমর সানি, অমিত হাসান, নিরব, কণ্ঠশিল্পী কণা প্রমুখ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads