• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সারিকার ফ্যামিলি সিক্রেট

ছবি : সংগৃহীত

শোবিজ

সারিকার ফ্যামিলি সিক্রেট

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০১৯

পরিবারের প্রত্যেকের সিক্রেট কিছু বিষয় থাকে। যেটা পরিবারের সবার সঙ্গে শেয়ার করলেও ঝামেলা, না করলেও ঝামেলা। এর মধ্যে যদি বাইরের আরেকটি খারাপ লোক পরিবারে ঢোকার চেষ্টা করে, তখন ঝামেলা আরো বেড়ে যায়। এমন ফ্যামিলি সিক্রেটের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিরতিহীন সাত পর্বের ঈদ ধারাবাহিক ‘ফ্যামিলি সিক্রেট’। এতে অভিনয় করেছেন সারিকা।

সারওয়ার রেজা জিমি রচিত নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসাইন। ঈদের দিন থেকে জিটিভিতে প্রতিদিন রাত সাড়ে ১০টায় প্রচার হচ্ছে ‘ফ্যামিলি সিক্রেট’। এরই মধ্যে নাটকটি দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

দীর্ঘদিন কোনো নাটক টেলিছবিতে দেখা যায়নি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকাকে। একটি বিশেষ কারণেই এবার অভিনয় থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন তিনি। সব সমস্যা মিটিয়ে ভক্তদের টানেই আবারো ফিরে এসেছেন সারিকা। ঈদ সামনে রেখে কয়েকটি নাটক-টেলিছবিতে অভিনয়ও করেছেন।

সারিকার ফেরা না-ফেরা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ফেসবুক থেকে শুরু করে কোথাও উপস্থিতি ছিল না তার। পাশাপাশি তার ব্যবহূত মুঠোফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। সেসব ধোঁয়াশা কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন সারিকা।

সম্প্রতি নির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় একটি নাটক ও একটি টেলিছবির অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ ছাড়া তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় ‘চুল তার কবেকার’ শিরোনামের একটি টেলিছবিতে দেখা যাবে সারিকাকে। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মিশু সাব্বির। মিশু সাব্বির ও সারিকা ছাড়া এই টেলিছবিতে আরো দেখা যাবে লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখকে। ঈদের সপ্তম দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এটি চ্যানেল আইয়ে প্রচার হবে।

মডেল ও অভিনেত্রী সারিকার মিডিয়ায় যাত্রা ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে। তবে ২০১০ সালে ছোটপর্দায় কাজ করে তার অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে নিয়মিত ছিল নাটক ও বিজ্ঞাপনে। তবে মাঝেমধ্যেই আড়ালে চলে যান এই অভিনেত্রী।

সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন টেলিভিশন শিল্পী সংঘের প্রযোজক মোহাম্মদ বোরহান খান। নির্ধারিত সময়ের মধ্যে সেই অভিযোগের সদুত্তর না দেওয়ায় সব ধরনের নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (টেলিপ্যাব)। পরে ক্ষমা চাওয়ায় তিন মাস পরে তার কাজ করার অনুমতি মেলে। গেল বছর নভেম্বর মাসে ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের কাজ করে সারিকা ডুব দিয়েছিলেন অনেকদিন। এবার ঈদের কাজ দিয়েই নতুন করে ফিরেছেন সারিকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads