• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
গ্যাংস্টার তারিক আনাম খান

ছবি : সংগৃহীত

শোবিজ

গ্যাংস্টার তারিক আনাম খান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০১৯

এই শহরের কোনো এক মহল্লায় বসবাস করেন আজিম উদ্দিন। তাকে এলাকার মানুষ গ্যাংস্টার হিসেবেই জানে। তিনি তরুণ বয়সে এলাকার মানুষের কাছে ত্রাস ছিলেন। এখন এই পড়ন্ত বয়সে তার সময় কাটে একমাত্র মেয়ে মধুরিমাকে ঘিরে। গ্যাংস্টার বাবা তার মেয়েকে ভীষণ ভালোবাসেন। এতই ভালোবাসে, কারো সঙ্গেই প্রেম করতে দেয় না মেয়েকে। যে ছেলেই তার মেয়ের পিছু নেয়, তাকেই ইচ্ছামতো পেটায়! পরদিন সেই ছেলে মধুরিমাকে বোন বলে ডাকে!

এমনই এক গ্যাংস্টার পিতার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। মেয়ের চরিত্রে দেখা যাবে নাবিলা ইসলামকে। ‘গ্যাংস্টার পাপা’ নামের এই নাটকে আরো অভিনয় করেছেন এফ এস নাঈম, সাইফ আজাদ, মাহি, হাফিজুর রহমান, জন প্রমুখ। সাইফ আজাদ প্রযোজিত নাটকটি রচনা করেছেন আসাদ জামান আর পরিচালনা করেছেন হুমায়ুন রশিদ সম্রাট।

জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র-তিন মাধ্যমেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এর আগের ঈদে তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমা দুটি হলো অনন্য মামুনের ‘আবার বসন্ত’ ও সাকিব সনেট পরিচালিত ‘নোলক’। দুটি সিনেমা থেকেই বেশ সাড়া পেয়েছেন এই অভিনেতা। বিশেষ করে ‘আবার বসন্ত’ সিনেমাটি তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই সিনেমায় তার ভিন্ন ধরনের উপস্থিতি দারুণ প্রশংসিত হচ্ছে।

এদিকে চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায়ও সরব উপস্থিতি অভিনেতার। আফজাল হোসেন ‘ছোট কাকু’ সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ছোট পর্দার এখনকার অবস্থা সম্পর্কে এ অভিনেতা বলেন, ‘এই সময়ের টিভি নাটকে বাবা-মা থেকে শুরু করে অনেক চরিত্র হারিয়ে গেছে। গল্পেরও বেশ সংকট। মোটকথা, ছোট পর্দায় এখন আগের মতো ভালো কাজ হচ্ছে না। ভারতীয় সিরিয়াল দর্শক কেন দেখে? এর কারণ হলো, তাদের সিরিয়ালে একটা পরিবারের ভালো-মন্দ যত ধরনের মানুষ থাকে সেসব চরিত্রগুলো দেখানো হয়। আমাদের নাটকে দর্শক ফেরাতে হলে এই বিষয়গুলোর দিকে নির্মাতাদের ভাবতে হবে।’ মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র-এই তিন মাধ্যমের মধ্যে চলচ্চিত্রেই বেশি ব্যস্ত থাকতে চান বলে জানান তারিক আনাম খান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads