• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পূজার গানে মডেল হলেন মিম

সংগৃহীত ছবি

শোবিজ

পূজার গানে মডেল হলেন মিম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৯

পূজা প্রথম প্লে-ব্যাক করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ সিনেমায়। গানটি দর্শক পর্দায় উপভোগ করেছিলেন মিমেরই লিপে। আর তখন থেকেই তাদের দুজনের মধ্যে সম্পর্কটা বেশ চমৎকার। পূজা চাইতেন তার কোনো গানে মিম মডেল হোক। দীর্ঘদিনের সে স্বপ্নটা অবশ্য এর মধ্যে পূরণও হয়েছে। পূজার প্রকাশিত নতুন গান ‘তোমার দেখা যদি পাই’তে মডেল হিসেবে কাজ করেছেন বিদ্যা সিনহা মিম।

অভিনয় জীবনের অনেকদিনের পথচলায় বিদ্যা সিনহা মিম এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। গানটি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সংগীত করেছেন আকাশ সেন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। দশ দিনেরও বেশি সময়ে এরই মধ্যে গানটি চার লাখ ষাট হাজারের মতো দর্শক উপভোগ করেছেন।

গানটিতে মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘গানটি প্রচারের প্রথম দিন থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। পূজা যখন গানটি আমাকে প্রথম শোনায় সেদিনই আমার ভালোলেগেছিল। তাছাড়া মিউজিক ভিডিও নির্মাণের আগে এর গল্প, নির্মাতা, লোকেশন সব মিলিয়েই আমার ভালোলাগায় কাজটি করেছি। শ্রোতা-দর্শকের ভালো লাগছে, এটাই হচ্ছে আসল তৃপ্তি।’

পূজা বলেন, ‘বাংলাদেশের নায়িকাদের মধ্যে আমার প্রিয় নায়িকা হচ্ছে বিদ্যা সিনহা মিম। তাকে আমার ভীষণ ভালো লাগে। আমার অনেকদিনের ইচ্ছে ছিল তাকে নিয়ে একটি মিউজিক নির্মাণ করার। আমার গানে মুগ্ধ হয়ে মিম মডেল হিসেবে কাজ করেছে এবং তা প্রকাশের পর দর্শক-শ্রোতার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি, এটাই আমার অনেক অনেক ভালো লাগা। শ্রোতা-দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। আর চমৎকার একটি গান লেখার জন্য রবিউল ইসলাম জীবনের প্রতি এবং সুন্দর সুর সংগীতের জন্য আকাশ সেনের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ নির্মাতা চন্দন রায় চৌধুরীকে।’

গানটিতে মিমের বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন অর্ণব অন্তু। এদিকে এরই মধ্যে রায়হান রাফির নির্দেশনায় মিম’র ‘পরাণ’ সিনেমার শুটিং শুরু হবার কথা থাকলেও আগামী ২ সেপ্টেম্বর থেকে এর কাজ শুরু হবে। গতকালই দেশের বাইরে থেকে এক মাসের জন্য ঢাকায় এসেছেন মিমের ছোট বোন মমি। তাই এ ক’টা দিন তিনি বোনকেই সময় দিতে চান। পূজার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘তুমি দূরে দূরে’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘মানে না মন’, ‘অবুঝ পাখি’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’ ইত্যাদি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads