• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মায়ের জন্য গাইলেন ফাহমিদা নবী

ফাহমিদা নবী

ফাইল ছবি

শোবিজ

মায়ের জন্য গাইলেন ফাহমিদা নবী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ আগস্ট ২০১৯

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী এর আগেও মাকে নিয়ে ‘মা’ এবং ‘তুমি মমতা তুমি আশ্রয়’ শিরোনামে দুটি গান গেয়েছিলেন। এবার আবারো মাকে নিয়ে গাইলেন তিনি। ‘মা গো মা’ শিরোনামে এবারের গানটির কথা লিখেছেন মঞ্জুরুল আলম চৌধুরী।

এ গানটির সংগীতায়োজন করেছেন তার ভাই পঞ্চম। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন ফাহমিদা নিজেই।

গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘মা’ শব্দটা বলতে ছোট মনে হলেও এর বিশালতা মহা সমুদ্রকেও ছাড়িয়ে যায়। মাকে নিয়ে আবারো একটি গান গাইলাম। এ গানে অনেক গল্প আছে। এটি শুনলে সবাই সে গল্পে চলে যেতে পারবে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

‌ফাহমিদা নবী আরো বলেন, যার মা নেই তিনি বোঝেন, মা হারালে কতটা ভয় লাগে, অসহায় লাগে। যার মা আছে, তাকে বলব, মাকে আগলে রাখুন। এ গানটি সব সন্তান ও মায়ের জন্য।

জানা গেছে, গত শনিবার ফাহমিদা নবীর বাসায় গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়। আগামী ২ সেপ্টেম্বর তার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।

সুমধুর কণ্ঠ দিয়ে ফাহমিদা নবী জয় করেছেন অগণিত শ্রোতার হূদয়। কয়েক দশকের সংগীতজীবনে পেরিয়েছেন নানা চড়াই-উতরাই।

কিন্তু কখনো স্রোতের জোয়ারে গা ভাসাননি। কণ্ঠশিল্পীর পাশাপাশি সুরকার ও উপস্থাপক হিসেবেও মনোযোগ কেড়েছেন অনেকের। নিয়মিত সুরকার হিসেবে কাজ করবেন কি না-এমন প্রশ্নের জবাবে ফাহমিদা নবী বলেন, আমি তো পেশাদার সুরকার নই, তাই নিয়মিত সুরকার হিসেবে কাজ করার বিষয়ে আলাদা করে ভাবছি না। নিজে থেকে কাউকে আমার সুরে গাওয়ার কথা বলতে পারব না। তবে কোনো শিল্পী চাইলে অবশ্যই তার জন্য গানের সুর করব।

কিন্তু ভবিষ্যতে সুরকার হিসেবে নিয়মিত কাজ করা হবে কি না, তা নিশ্চিত করে বলতে পারছি না। এর আগে নিজের জন্য দুটি গানের সুর করেছিলাম। সেই সুবাদে কখনো পুরো অ্যালবামে সুরকার হিসেবে কাজ করা হবে, এটাও ভাবিনি। তবে সবকিছুর পর এটাই সত্যি, আমার প্রথম এবং প্রধান পরিচয় কণ্ঠশিল্পী, তাই গানই নিয়মিত গাইতে চাই।

বর্তমান ব্যস্ততা সম্পর্কে তিনি জানান, সামিনার সঙ্গে বাবার (মাহমুদুন্নবী) কালজয়ী গান নিয়ে ‘আমার গানের প্রান্তে’ নামে যে ধারাবাহিক অ্যালবাম করছিলাম, তারই নতুন খণ্ডের কাজ নিয়ে ব্যস্ত আছি। পাশাপাশি নতুন গান তৈরি করছি। এখন যেহেতু অ্যালবাম প্রকাশ হচ্ছে না, তাই নতুন গানগুলো একটি একটি করে প্রকাশ করার পরিকল্পনা আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads