• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
‘আমি-আশাবাদী-মানুষ’

মঞ্চাভিনেত্রী নূনা আফরোজ

ফাইল ছবি

শোবিজ

‘আমি আশাবাদী মানুষ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ আগস্ট ২০১৯

রবীন্দ্র-চেতনাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে গড়ে উঠেছে নাট্যদল প্রাঙ্গণেমোর। সেই ধারাবাহিকতায় আসছে শনিবার (২৪ আগস্ট) মহিলা সমিতি মঞ্চে হতে যাচ্ছে প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক ‘রক্তকরবী’র ৪৫তম মঞ্চায়ন। নাটকটির নির্দেশনায় রয়েছেন মঞ্চাভিনেত্রী নূনা আফরোজ। নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি।

এই নাটক প্রসঙ্গে এর নির্দেশক অভিনেত্রী নূনা আফরোজ বলেন, ‘এটি আমাদের অধিক প্রশংসিত একটি প্রযোজনা। প্রত্যেকটি প্রদর্শনীতেই প্রত্যাশাতীত দর্শক হয়েছে। এতে আমি নন্দিনী চরিত্রে অভিনয় করেছি। আশা করি নাটকটি সবার ভালো লাগবে। দেখার আমন্ত্রণ।’

নাটকটির মঞ্চ নির্দেশনায় ফয়েজ জহির। আলোক সাজে ঠান্ডু রায়হান। সংগীতে জাকির হোসেন শিবলু। পোশাক নির্দেশনায় নূনা আফরোজ। পোস্টার নির্দেশনায় মজুমদার বিপ্লব এবং মঞ্চ ব্যবস্থাপনায় সাগর রায়। আসছে শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির মঞ্চে হবে প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক ‘রক্তকরবী’র ৪৫তম প্রদর্শনী।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই যত ধ্যান-জ্ঞান-সাধনা গুণী অভিনেত্রী, নাট্যকার, নির্দেশক নূনা আফরোজের। রবীন্দ্রনাথকে নিয়ে তার চিন্তার যথাযথ প্রকাশ ঘটাতেই নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ গড়ে তোলেন ‘আমি ও রবীন্দ্রাথ’খ্যাত এই মঞ্চাভিনেত্রী।

সংস্কৃতি অঙ্গনে তার শুরুটা হয়েছিল আবৃত্তি দিয়ে, বরিশাল শহরে। আবৃত্তি থেকেই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ঢাকায় এসে কাজ শুরু করেন নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে। এই নাট্যদলটির সঙ্গে দীর্ঘদিন কাজ করার পর প্রতিষ্ঠা করেন নিজের নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’। রবীন্দ্র চেতনাকে সবার কাছে পৌঁছে দেওয়াই নাট্যদলটির লক্ষ্য।

প্রাঙ্গণেমোর এখন পর্যন্ত ১৩টি নাটক প্রযোজনা করেছে। এর মধ্যে নূনা আফরোজ নির্দেশিত নাটক চারটি। এগুলো হচ্ছে- ‘স্বদেশী’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’ ও ‘আমি ও রবীন্দ্রনাথ’। আমার নির্দেশনার যাত্রাটা শুরু হয়েছিল প্রাঙ্গণেমোর’র প্রযোজনায় রবীন্দ্রনাথের ‘চার অধ্যায়’ উপন্যাস অবলম্বনে ‘স্বদেশী’ নাটকের মাধ্যমে।

মঞ্চনাটক নিয়েই তার ধ্যানজ্ঞান। দর্শকবিমুখ হয়ে পড়েছে মঞ্চনাটক। নাট্যকারের অভাব, মানসম্মত নতুন গল্প দাঁড় হচ্ছে না মঞ্চনাটকে এরকম অভিযোগও উঠেছে অনেকখানে। এ বিষয়ে নূনা আফরোজ বলেন, ‘আসলে পুরো শিল্প-সংস্কৃতিজুড়েই এক ধরনের অস্থিরতা যাচ্ছে। সেই তুলনায় আমার কাছে মনে হয়, মঞ্চনাটকের অবস্থা ভালো। সমস্যা তো থাকবেই। তবে মঞ্চনাটক দর্শকবিমুখ নয়। এখনো প্রচুর দর্শক নাটক দেখতে আসে। আমাদের দুর্ভাগ্য, আমরা দর্শকের জন্য পরিবেশটা তৈরি করতে পারছি না। দর্শক তৈরির পরিবেশটা তৈরি করতে হবে। তবে আমি আশাবাদী মানুষ, মঞ্চনাটকের সম্ভাবনা অনেক বেশি ইতিবাচক।’

মঞ্চনাটকের অগ্রগতির জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে প্রাঙ্গণেমোর। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে একটা পদক্ষেপ নিয়েছি। আমরা বছরমেয়াদি ‘প্রাঙ্গণেমোর বন্ধু সদস্য’ তৈরি করছি। বন্ধু সদস্য হওয়ার জন্য এক হাজার টাকা জমা দিতে হয়। তারপর আমরা একটা আইডি কার্ড দিই। কার্ডটির মাধ্যমে আমাদের এক বছরের সবগুলো প্রদর্শনী দেখতে পারেন বন্ধুরা। এর মাধ্যমে অনলাইনেও আমাদের প্রদর্শনীর টিকিট সংগ্রহ করা যায়। আমাদের এই উদ্যোগটি এরই মধ্যে সফল। কারণ নাটক আসলে কেউ একা দেখতে আসে না। সঙ্গে কাউকে না কাউকে নিয়ে দেখতে আসে। তাই একজন বন্ধু সদস্য কিন্তু আরেকজন সদস্য তৈরি করছে, তার সঙ্গতার জন্য। বলে রাখি, ‘প্রাঙ্গণেমোর’ বন্ধু সদস্যরা শুধু আমাদের নাটক নয়, বছরব্যাপী সব ধরনের আয়োজনে অংশ নিতে পারেন।

রবীন্দ্রনাথকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে আছে বলে জানান এ অভিনেত্রী। তবে সিনেমাটা নূনা আফরোজকে খুব একটা টানে না। মঞ্চেই থিতু হতে চান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads