• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ছয়টি গানে কণ্ঠ দিলেন অনুপমা মুক্তি

ফাইল ছবি

শোবিজ

ছয়টি গানে কণ্ঠ দিলেন অনুপমা মুক্তি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ আগস্ট ২০১৯

প্রথমবারের মতো কোনো চ্যানেলের একটি অনুষ্ঠানের জন্য ছয়টি ফোক গান গাইলেন অনুপমা মুক্তি। গেল ১৯ আগস্ট আরটিভির বেঙ্গল স্টুডিওতে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অনুপমা মুক্তি আরটিভির জন্য যে ছয়টি ফোক গানে কণ্ঠ দিলেন সেগুলো হচ্ছে- ‘ভ্রমর কইও গিয়া’, ‘তোমায় হূদমাঝারে রাখবো’, ‘বন্ধু তোর লাইগারে’, ‘সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি’, ‘আমার গায়ে যতো দু}খ সয়’ ও ‘ধন্য ধন্য বলি তারে’। অনুপমা মুক্তি জানান নিজের ঘরানার বাইরে গিয়ে ফোক গান গাইতে একটু বেশি সময় এবং শ্রম দিতে হয়েছে।

অনুপমা মুক্তি বলেন, ‘ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে আমাকে দিয়ে এমন এক্সপেরিমেন্টাল একটি কাজ করানোর জন্য। আমি যেহেতু আধুনিক গানই বেশি করি তাই আমার জন্য এই গানগুলো গাওয়া একটু চ্যালেঞ্জেরও বিষয় ছিল। তারপরও আমি যথাসাধ্য চেষ্টা করেছি একটু ফিউশন করে নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য নিয়ে গাওয়ার জন্য। যারা উপস্থিত ছিলেন তারা বেশ খুশি হয়েছেন আমার কণ্ঠে ফোক গান শুনে এবং আমি আশাবাদী শ্রোতা-দর্শককেও এই গানগুলো মুগ্ধ করবে।’

টিটনের সার্বিক তত্ত্বাবধানে ফোক গানের অনুষ্ঠান ‘ফোক স্টেশন’ আগামী ২৪ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। অনুপমা মুক্তি জানান, একই দিনে তিনি দীপ্ত টিভির ‘গল্পস্বল্প আর গান’  অনুষ্ঠানের জন্য কে এল সায়গালের ‘প্রেম যেন মোর মৃদু ফুলও হার’, শ্যামল মিত্রের ‘তোমারি পথ পানি চাহি আমারও পাখি গান গায়’ এবং শচীন দেব বর্মণের একটি হিন্দি গানের রেকর্ডিং-এ অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads