• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মুহিনের সুরে গাইলেন শুভমিতা

ছবি : সংগৃহীত

শোবিজ

মুহিনের সুরে গাইলেন শুভমিতা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ আগস্ট ২০১৯

জামাল হোসেনের গীতিকবিতায় কণ্ঠ দিলেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ঈদের আগেই তিনি ‘মেঘতো বলে না আর’ গানটিতে কণ্ঠ দিয়েছেন। কলকাতাতেই একটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটির সুর-সংগীত করেছেন মুহিন খান।

গতকাল সকালে মুঠোফোনে শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হলে তিনি বলেন, খুব চমৎকার একটি গান মেঘতো বলে না আর। সত্যিই অসাধারণ একটি গীতিকবিতা যা আমার মন ছুঁয়ে গেছে। আর এমন গীতিকবিতার সঙ্গে অপূর্ব সুরের মেলবন্ধন আমাকে তো মুগ্ধ করেছেই, আমি বিশ্বাস করি এটাও যে, এই গানটি শ্রোতা দর্শককেও মুগ্ধ করবে। মূলকথা গানের কথা এবং সুর আমার ভীষণ ভালো লেগেছে বিধায় আমি গানটি গেয়েছি। ধন্যবাদ শ্রদ্ধেয় জামাল হোসেন ও মুহিন খানকে।

কেন এই গানটি শুভমিতাকে দিয়েই গাওয়ানো হলো-এ প্রশ্নের জবাবে মুহিন খান বলেন, গানটির সুর করার সময় শুভমিতা দিদির কথা মাথায় রেখেই গানটির সুর করেছি। জামাল ভাইয়েরও আগ্রহ ছিল তাকে দিয়েই গানটি গাওয়ানোর। আমাদের দুজনের আগ্রহের কারণেই শুভমিতা দিদিকে দিয়ে গানটি গাওয়ানোর কারণে গানটি পূর্ণতা পেল। আর আমি নিজেও শুভমিতা দিদির গানের ভক্ত। এই গানটি নিয়ে আমি সত্যিই একটু বেশিই উচ্ছ্বসিত।

এর আগে একই ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল জামাল হোসেনের কথায় ও মুহিন খানের সুর-সংগীতে পুতুলের ‘কাল মেঘ ছিল’ গানটি। অবশ্য এরই মধ্যে রঙ্গন মিউজিকে’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে লুইপার ‘তোমার প্রতি ভালোবাসা আজও তেমনি আছে’ গানটি। এই গানটিও জামাল হোসেনের লেখা এবং মুহিন খানের সুর-সংগীত। মুহিন জানান, শিগগিরই শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ‘মেঘতো বলে না আর’ গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হবে। আর তা সম্পন্ন হলেই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। জামাল হোসেনের লেখা ও মুহিনের সুর সংগীত করা মুহিনের নিজের গান ‘ভালোবাসি ভালোবাসি’ শিগগিরই একই চ্যানেলে প্রকাশ পাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads