• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
এফডিসিতে রাজ্জাক স্মরণসভা

ছবি : সংগৃহীত

শোবিজ

এফডিসিতে রাজ্জাক স্মরণসভা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ আগস্ট ২০১৯

দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নায়করাজ রাজ্জাককে স্মরণ করল চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল বুধবার এফডিসিতে নায়ক রাজ্জাক স্মরণে দোয়া ও শোকসভার আয়োজন করা হয়। সেখানে রাজ্জাকের বড় ছেলে বাপ্পারাজসহ দেশীয় চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গতকাল বলেন, ‘রাজ্জাক ভাই শুধু আমাদের শিল্পী নন, তিনি আমাদের জন্য অনুপ্রেরণাও। আমাদের সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। সকালে তার কবরে ফুল দেওয়া হয়েছে। আসরের নামাজের পর রাজ্জাক ভাইয়ের স্মরণে দোয়া ও শোকসভার আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহণকারীদের চোখ-মুখ দেখেই বোঝা যায়, নায়করাজকে তারা কতটা মিস করেন। আমাদের পুরো ইন্ডাস্ট্রিই আসলে নায়করাজকে মিস করি। তার মত মহান শিল্পী না থাকাতে যে বিরাট শূন্যতা তৈরি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।’

অন্যদিকে গুলশানের বাসায় ঘরোয়াভাবে নায়করাজের মৃত্যুবার্ষিকী পালন করেছে তার পরিবার। এদিনে বাবাকে স্মরণ করতে গিয়ে বাপ্পারাজ বলেন, ‘১৯৬৪ সালে বাবা শূন্য থেকে জীবন শুরু করেছিলেন। তখন আমার বয়স আট মাস মাত্র। আমার নিজের মনে নেই প্রথম দিকের কথা। বাবার কাছে শুনেছি। ১৯৬৪ সালের আগে বাবা কখনো ঢাকায় আসেননি। কারো বাসায় উঠবেন—এমন পরিচিতজনও ছিল না। কপর্দকহীন হয়ে ঢাকা এসে আমাদের নিয়ে স্টেডিয়াম এলাকার একটি ল্যাম্পপোস্টের নিচে বসেছিলেন। সেখান থেকে শুরু। এই ল্যাম্পপোস্টের নিচ থেকেই ঢাকায়, বাংলাদেশে বাবার নতুন জীবন শুরু। আমাদের নতুন শুরু।’

তিনি বলেন, ‘আব্বা জীবনভর এ দেশের চলচ্চিত্রের জন্য সময় দিয়ে গেছেন। এমনকি জীবনের শেষদিকে যখন অসুস্থ ছিল, তখনো তিনি এফডিসির বাইরে থাকতে পারতেন না। আমরা চাইতাম তিনি শুটিংয়ের ঝক্কি না নিয়ে ঘরে রেস্ট নিন। কিন্তু তার মন পড়ে থাকত ওইসব শুটিং স্পটে। ড্রাইভার নিয়ে চলে আসতেন। শরীর একটু ভালো বোধ করলে অংশ নিতেন শুটিংয়েও। সবমিলিয়ে আব্বা তার পুরো জীবনটাই এই ইন্ডাস্ট্রির জন্য দিয়ে গেছেন।’

বাপ্পারাজ জানান, এই ইন্ডাস্ট্রির মানুষ তার বাবাকে যে সম্মান দিয়েছেন, তার জন্যও তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, ‘আব্বাকে ভালোবেসে মানুষ নায়করাজ উপাধি দিয়েছিল। শেষ পর্যন্তু তাকে সম্মান জানিয়েছে। এই প্রাপ্তিতে ইন্ডাস্ট্রি ও দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads