• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিয়ে গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ আগস্ট ২০১৯

জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণকে নিয়ে গান লিখেছেন এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। ‘কৃষ্ণ’ শিরোনামের ওই গানটিতে সুর দিয়েছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। আর গেয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সুবীর নন্দী।

গানটি গীতিকারের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে ছাড়া হয়েছে।

এ প্রসঙ্গে মাহবুবুল খালিদ বলেন, দুষ্টের দমন আর শিষ্টের লালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন কৃষ্ণ। স্বর্গ ছেড়ে মর্ত্যে এসে তিনি ন্যায়ের শাসন প্রতিষ্ঠা ও ধর্ম রক্ষা করেন। তিনি প্রেমিক, তিনি শাসক, তিনি মহাজ্ঞানী। গানটির মাধ্যমে এভাবেই শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা হয়েছে। আশা করছি সনাতন ধর্মাবলম্বীদের কাছে গানটি গ্রহণযোগ্যতা পাবে।

মাহবুবুল খালিদের রয়েছে সংস্কৃতি ও সংগীতের প্রতি আপ্রাণ ভালোবাসা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবার জন্য গান রচনা করেন। তার কাছে সংগীত কোনো জাতি বা ধর্মের নয়, সংগীত সবার জন্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads