• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শোবিজ

উপস্থাপনায় ব্যস্ত দিঠি আনোয়ার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৯

উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি এবং চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক ও কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার গানের পাশাপাশি বর্তমানে উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশেষত গেল ঈদকে কেন্দ্র করে তিনি উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় পার করেছেন। দেশ টিভিতে টানা ছয়দিন ‘সুর আর গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। পাশাপাশি নিউজি টোয়েন্টিফোর চ্যানেলে একটি সরাসরি অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন টানা তিনদিন। আবার এসএটিভিতে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি।

সব মিলিয়ে ঈদের আগে আমেরিকা থেকে দেশে ফিরেই ঈদকেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন দিঠি আনোয়ার। আবার গতকাল এবং আজ দিঠির উপস্থাপনাতেই আরটিভির বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার’ অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বের রেকর্ডিং-এর কাজ সম্পন্ন করছেন। বিগত বেশ কয়েক বছর যাবৎ দিঠি আনোয়ার এই অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করে আসছেন। পাশাপাশি চ্যানেল আইতে প্রচারিত জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘পালকি’রও নিয়মিত উপস্থাপনা দিঠি আনোয়ারই করছেন।

উপস্থাপনা প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘সত্যি বলতে কি, গানের অনুষ্ঠানগুলোর উপস্থাপনার দায়িত্ব যারা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা করতে পারেন তাদেরকে দিয়ে করালে একটু বেশিই ভালো হয়। কারণ তাতে সংগীতশিল্পীদের সঙ্গে উপস্থাপকের কথা বলার পরিবেশটা একটু অন্যরকম হয়, নিজেদের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধটাও বেশি থাকে। তাছাড়া গান সম্পর্কে একে অন্যের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি অনেক তথ্যও জানা যায়, যা একজন সংগীতশিল্পীর আগামী দিনের পথচলাকে সমৃদ্ধ করে। আমি গানের পাশাপাশি উপস্থাপনা করে বাংলাদেশের সংগীত দুনিয়া সম্পর্কে অনেক কিছুই জেনেছি, যা শুধু একজন সংগীতশিল্পী হয়ে আমার জানার কোনো উপায় ছিল না।’

এদিকে দিঠি আনোয়ার তারই বাবার লেখা ‘দেবদাস’ গানটির কাজ শেষ করেছেন। ‘দেবদাস’ গানটির সুর করেছেন আহমেদ কিসলু। অন্যদিকে ইউসুফ আহমেদ খান ও অপুর সঙ্গে আরো দুটি দ্বৈত গানের কাজ শেষ করেছেন দিঠি আনোয়ার। ইউসুফের সঙ্গে ‘হাত বাড়ালেই যদি’ গানটি লিখেছেন এবং সুর করেছেন সাখাওয়াত হোসেন মারুফ এবং অপুর সঙ্গে ‘মধুর ক্যান্টিন’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর সংগীত করেছেন অপু। দিঠি জানান, চলতি বছরের শেষপ্রান্তেই গানগুলো মিউজিক ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত হবে। দীর্ঘদিনের পথচলায় দিঠি আনোয়ার একবারই একক সংগীতানুষ্ঠান করেছিলেন। ২০১৭ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত সেই একক সন্ধ্যার উদ্বোধন করেছিলেন তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ আ মস আরিফিন সিদ্দিক এবং প্রধান অতিথি ছিলেন তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads