• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

শোবিজ

ভক্তদের ভালোবাসা আমাকে গান ছাড়তে দেয়নি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০১৯

ডলি সায়ন্তনী জনপ্রিয় সংগীতশিল্পী। নিজের লম্বা ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অডিও অ্যালবাম, সিনেমার গান ও স্টেজ শো-সব মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। তবে মাঝে বেশ কয়েক বছরের বিরতিতে ছিলেন ডলি। দীর্ঘ বিরতি শেষে মাস তিনেক আগে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে মিলে ‘ভালোবাসি তোকে’ শিরোনামে নতুন গান ও গানের ভিডিও প্রকাশ করেন ডলি। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘তুমি বড় সুখে আছ’ গানটি। গানটির কথা ও সুর করেছেন জাহাঙ্গীর রানা। সংগীত আয়োজন করেছেন আকাশ। এ সপ্তাহে ডলি সায়ন্তনীর আরো একটি গান প্রকাশ পাবে। ‘দেখলে তোমায় লাগে ভালো’ শিরোনামের গানটির কথা লিখেছেন ইমন লিটন এবং সুর করেছেন জাহাঙ্গীর রানা। সংগীত আয়োজন করেছেন আকাশ।

গানে দীর্ঘদিন ধরে অনিয়মিত ছিলেন ডলি সায়ন্তনী। তিনি জানান, নানা কারণে গানে অনিয়মিত ছিলাম দীর্ঘদিন। আগে গানের যে পরিবেশ ছিল এখন তা নেই। ঘরে ঘরে স্টুডিও, জনে জনে শিল্পী। অনেকেই এক গানেই ভাইরাল হচ্ছে। সম্মান ও শ্রদ্ধাবোধ যেমন হারিয়ে গেছে। গানের প্রতি ভালোবাসা ও সাধনাও কমে গেছে। এখন প্রায় জনেই নিজেকে প্রচারের জন্য ব্যস্ত থাকে। তারপরেও যেহেতু গানের মানুষ, তাই চাইলেও গানকে ছাড়তে পারিনি। অসখ্য ভক্তদের ভালোবাসা আমাকে গান ছাড়তে দেয়নি।

ডলি সায়ন্তনী নিজের উদ্যোগ তার গানগুলো সংরক্ষণের চেষ্টা করছেন। ইতোমধ্যে ১০টি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ হাতে নিয়েছেন। গানগুলো একটি একটি করে ভিডিওতে প্রকাশ পাবে বলে জানান এ গায়িকা।

মিউজিক ভিডিও সম্পর্কে ডলি বলেন, একসময় গান প্রকাশ হতো অ্যালবামে। বছরে একটি কিংবা দুটি ক্যাসেট নিয়ে সারা বছর ব্যস্ত থাকতে হতো। তখন একটি গানের ক্যাসেট বাজারে আসা মানে একজন কণ্ঠশিল্পীর জন্য অনেক কিছু। কোম্পানিগুলোও সারা বছর ব্যস্ত থাকত। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে অনেক কিছু। পরিবেশের পাশাপাশি বদলে গেছে গান প্রকাশের ধরন এবং মাধ্যম। ৮-১০টি গান নিয়ে এখন অ্যালবাম প্রকাশ হয় না। একক গান প্রকাশ পায় ইউটিউবে। এখন গান শোনার সঙ্গে সঙ্গে দেখারও বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিজে নিজে গান করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে আর তাতে প্রচুর ভিউ হচ্ছে। এতে পরিতৃপ্ত হচ্ছে ওই শিল্পী। কিন্তু আসলে কি সে শিল্পী হিসেবে নিজেকে গড়ে তুলছে?

ভালো লাগার মতো গান এখন খুব কম হচ্ছে বলে মনে করেন ডলি।  তিনি বলেন, খুব দ্রুত গান প্রকাশ পাচ্ছে। কিন্তু আমরা গানের পেছনে সময় ব্যয় করেছি। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীরা প্রতিনিয়ত গান নিয়ে বসেছি। গানের কথা ও সুর নিয়ে বিচার-বিশ্লেষণের পর শিল্পীর কণ্ঠে উঠত। সবার প্রচেষ্টায় একটি সুন্দর গান তৈরি হতো। সে জন্যই তখনকার গানগুলো এত জনপ্রিয় হয়ে কালজয়ী হয়ে আছে। আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খুব ভালো ছিল। এখন কমার্শিয়াল চিন্তাটাই বেশি। ডলি সায়ন্তনী সর্বশেষ চলচ্চিত্রে গান করেছিলেন ৫-৬ বছর আগে। একসময় সিনেমায় প্রচুর গান করলেও এখন করা  সিনেমার গানে দেখা যায় না ডলিকে। খুব শিগগিরই সিনেমায় গান করার সম্ভাবনাও নেই বলে জানান এ গায়িকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads