• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আলোচনা-সমালোচনায় ‘মাসুদ রানা’

শ্রদ্ধা কাপুর

সংগৃহীত ছবি

শোবিজ

আলোচনা-সমালোচনায় ‘মাসুদ রানা’

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৯

বাংলা সাহিত্যে জনপ্রিয় ও স্বপ্নিল এক চরিত্রের নাম ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের লেখা ‘বাংলার জেমস বন্ড’-খ্যাত এই গোয়েন্দা গল্পের পোকা ছিলেন সবাই। অনেকেই  এ সিরিজের নতুন বই বের হলেই সঙ্গে সঙ্গে কিনে ফেলতেন। সে সময় ‘মাসুদ রানা’ অনেকের কাছেই স্বপ্নের হিরো হয়ে  ধরা দিয়েছিল। সেই হিরোকে নিয়েই নির্মিত হচ্ছে নতুন ছবি মাসুদ রানা। গত বছর সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গত বছর থেকে শুরু হয়েছে এর কাজ। প্রথম থেকেই নানা চমক দিয়ে আসছে ছবিটি। এর মধ্যে বিগ বাজেট, প্রতিযোগিতার মাধ্যমে নায়ক নির্বাচন, হলিউড, বলিউডের নামকরা তারকাদের অভিনয় উল্লেখযোগ্য হলেও সাম্প্রতিক সময়ে বেশ কিছু কারণে মাসুদ রানা ছবি সংশ্লিষ্টদের নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

এ সিনেমার বাজেট ধরা হয় প্রায় ৮৩ কোটি টাকা। বাংলাদেশি সিনেমায় এর আগে এত উচ্চ বাজেটে কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি। এত টাকা ছবিতে বিনিয়োগের কেউ সাহসও দেখায়নি। নতুন ছবিতে জাজের সঙ্গে ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন। মাসুদ রানা চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। তিনি হলিউডে তিনটি সিনেমা পরিচালনা ও বেশ কিছু নামকরা সিনেমা প্রযোজনা করে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।

মাসুদ রানা সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর ইংরেজি নাম ‘এমআর-৯’ আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। ছবিটি ইংরেজি ও বাংলা ভাষায় আসবে। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে। জাজ জানায়, পুরোদমে চলছে এই ছবির প্রস্তুতি। খুব শিগগিরই শুটিংয়ে যাবে ছবিটি। বাংলাদেশ ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন হলিউড, টালিউডসহ আরো বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীরা। এ ছবিতে আরো অভিনয় করবেন রেসলিং দুনিয়ার ভয়ংকর তারকা দ্য গ্রেট খালি। অভিনয় করবেন ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ড। এছাড়া আছেন ‘আয়রন ম্যান-২’ খ্যাত হলিউডের জাদরেল অভিনেতা মিকি রোর্ক, গ্যাব্রিয়েলা রাইট, মাইকেল প্যারেসহ বেশ কয়েকজন তারকা। জাজ মাল্টিমিডিয়া সূত্রেই জানা গেছে, মাসুদ রানার শুটিং হবে মরিশাস, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে।

ছবিতে নায়িকা নির্বাচন নিয়ে এক অর্থে প্রতারণা করা হয়। জাজের পক্ষ থেকে জানানো হয় বলিউডের শ্রদ্ধা কাপুর এ ছবিতে মাসুদ রানার নায়িকা চরিত্রে অভিনয় করবেন। জাজ জানায়, এ নিয়ে শ্রদ্ধার সঙ্গে তাদের চুক্তিও হয়েছে অথচ শ্রদ্ধা জানান তিনি এই ছবি সম্পর্কে কিছুই জানেন না। এ বিষয়ে জাজ কোনো সদুত্তর দিতে পারেনি। ফলে জাজের এ মিথ্যাচার নিয়ে সমালোচনা শুরু হয়।

এই ছবির রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা’ নিয়ে সমালোচনা-বিতর্ক এখন তুঙ্গে। অনুষ্ঠানের একাধিক ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যাতে প্রতিযোগীদের স্টাইল-ফ্যাশনসহ নানা বিষয়ে কটূক্তি ও তামাশা করেছেন বিচারকরা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

দর্শকদের অভিযোগ, বিচারকরা প্রতিযোগীদের প্রতিনিয়ত অপমান করছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন প্রতিযোগীর চুলের কাটিং নিয়ে ঠাট্টা করছেন বিচারকের আসনে বসা পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি। এ ছাড়া পরিচালক শাফায়েত মনসুর রানা, অভিনেত্রী জাকিয়া বারী মম, শবনম ফারিয়া ও মুহম্মদ মোস্তফা কামাল রাজকেও প্রতিযোগীদের সঙ্গে রূঢ় আচরণ করতে দেখা যায়। এর বাইরে প্রতিযোগীদের অপ্রাসঙ্গিক নানান প্রশ্নের মাধ্যমে অপমান করতেও পিছিয়ে ছিলেন না বিচারকরা। বিশেষ করে ইফতেখার ফাহমি ও অভিনেত্রী মম ছিলেন সবচেয়ে এগিয়ে। তাদের ভূমিকায় মনে হয় প্রতিযোগীদের অপমানের প্রতিযোগিতায় নেমেছেন তারা।

একটি ভিডিওতে দেখা যায়, একজন বিচারক প্রতিযোগীদের রুম থেকে বের করে দিচ্ছিলেন, বলছিলেন অনুমতি নিয়েছ? সে আবার অনুমতি নিয়ে আসতে চায়, কিন্তু তাকে বের করে দেওয়া হয়। অথচ বাইরে থেকে ঢোকার নির্দেশনা না এলে ওই কক্ষে কেউ ঢুকতে পারবে না-এমনটাই মনে করছেন অনেকেই।

বিষয়টি নিয়ে শবনম ফারিয়া বলেন, এ মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। ‘মাসুদ রানা’ ইভেন্টের সঙ্গে জড়িত সবার সঙ্গে কথা বলতে হবে। তারপর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাব। কিছু না বুঝেই অনেকেই আমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। এটি দুঃখজনক। অন্যদিকে সাফায়েত মনসুর রানা, ইফতেখার আহমেদ ফাহমি, জাকিয়া বারী মম ও মুহম্মদ মোস্তফা কামাল রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা এ বিষয়ে কথা বলতে চাননি।

বিষয়টি নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘বিচারকদের হতে হবে বিচক্ষণ, অনুপ্রেরণাদানকারী। যদি প্রথমেই কাউকে নিরুৎসাহিত করা হয় তাহলে অভিনয়ে আগ্রহী ওই তরুণ-তরুণী কখনো ভালো করবে না।’ তবে নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা বলেন, ‘বাংলাদেশ বলেন আর ভারত বলেন, এসব বিচারকাজে বিচারকদের কোনো হাতই থাকে না। রিয়েলিটি শোর প্রযোজক বলে দেন অনুষ্ঠান কীভাবে টেনে নিতে হবে। আর এটা করা হয় টেলিভিশন শোগুলোতে টিআরপি বাড়ানোর জন্য।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads