• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শোবিজ

এফডিসিতে সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীর আয়োজন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০১৯

সালমান শাহকে হারানোর ২৩ বছর পার হলো। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর শুক্রবারের সকালে রহস্যজনক এক কারণে জীবন সংসারের ইতি টানেন সালমান শাহ।

সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার এফডিসিতে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পী সমিতি। বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল হবে, আর সকাল থেকে চলবে কোরআন খতম।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শুক্রবার এফডিসি বন্ধ থাকে, লোকজনও কম থাকে। সে কারণে আয়োজনটা শনিবার করেছি। আশা করি সবাই প্রিয় নায়কের জন্য দোয়া করবেন।’

ছোটবেলা থেকে অভিনয়ে আগ্রহী সালমান শাহ ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। এরপর বেশ কিছু নাটকে অভিনয়ও করেছেন সালমান। নাটকে কাজ শুরু করার সাত বছর পর, নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীরের সন্ধানে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান সালমান শাহ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি সালমান শাহকে, চলচ্চিত্র জীবনে ছুয়ে গেছেন জনপ্রিয়তার সবটুকু আকাশ। ছিলেন কোটি ভক্তের নয়নমণি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads