• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

গানকে বিদায় জানাবেন ফেরদৌস ওয়াহিদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ সেপ্টেম্বর ২০১৯

চার দশকেরও বেশি সময় ধরে গান করে আসছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন কিংবদন্তি এই গায়ক। সংগীতশিল্পীর পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। এবার তিনি জানালেন গানের জগৎ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সব ধরনের গান থেকে বিদায় নেবেন বলে জানান ফেরদৌস ওয়াহিদ। তার আগে গানের পরিমণ্ডলে ব্যস্ত থাকতে চান তিনি। বিদায়ের আগে মোট  ২২টি গান প্রকাশ করবেন বলে জানান এই তারকা। গানগুলো ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে একে একে প্রকাশ করা হবে। গানগুলো স্টুডিও ভার্সন ভিডিওতে গায়ক হাবিবের এবং ফেরদৌস ওয়াহিদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘২২টি গানের মধ্যে ১২টি নতুন এবং ১০টি পুরনো গান রয়েছে। নতুন গানের মধ্যে রয়েছে- ‘মাধুরী’, ‘রোদের বুকে’, ‘দি লায়লা’, ‘করলি পুড়িয়া ছাই’ প্রভৃতি উল্লেখযোগ্য। পুরনো গানের মধ্যে রয়েছে, ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’ প্রভৃতি উল্লেখযোগ্য। নতুন প্রজন্মের শ্রোতাদের কথা চিন্তা করে বিদায়ের আগে গানগুলো প্রকাশের সিদ্ধান্ত নিই।’

৬৭ বছর বয়সেও পপস্টার ফেরদৌস ওয়াহিদ এখনো চিরতরুণ। এখনো তিনি সমান তালে গানে গানে মাতিয়ে যাচ্ছেন। সিনেমাতে ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। পরিচালকের লেখা ও আলম খানের সুর ও সংগীতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে ‘আমার পৃথিবী তুমি’ গানটি করেন। সিনেমায় তার আলোচিত গান হচ্ছে ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘শোন ওরে ছোট্ট খোকা’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। সিনেমার বাইরে তার গাওয়া আলোচিত গান হচ্ছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’। এই তিনটি গানই এখন পর্যন্ত সমান জনপ্রিয়। স্টেজ শো-টিভি লাইভ থেকে শুরু করে সব জায়গায় এই গান গাওয়ার অনুরোধ পান তিনি। এই তিন গানই পপস্টারকে বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ। ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। সন্তানের জন্যও তিনি গর্বিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads