• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

শোবিজ

জন্মদিনে তারা দুজন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ সেপ্টেম্বর ২০১৯

বিগত চার মাসেরও বেশি সময় ধরে রাজধানীর দুটি হাসপাতালে চিকিৎসা শেষে গেল সপ্তাহে বাসায় ফিরেছেন বরেণ্য অভিনেতা, কাহিনীকার, চলচ্চিত্র পরিচালক এ টি এম শামসুজ্জামান।  তার সহধর্মিনী রুনি জামান জানান, এখন তিনি ভালো আছেন, সুস্থ আছেন।

এদিকে চিত্রনায়িকা পপি এ টি এম শামসুজ্জামান অসুস্থ থাকাকালীন কয়েকবার তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।  তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়াও করেছেন পপি।  গেল সপ্তাহে এ টি এম শামসুজ্জামান বাসায় যাওয়ার পর তার সঙ্গে দেখা করতে পপি বাসাতেও গিয়েছিলেন। কারণ এ টি এম শামসুজ্জামানকে পপি বাবার মতোই শ্রদ্ধা করেন।  তাকে পপি বাবা বলেই ডাকেন।  পপিকেও এ টি এম শামসুজ্জামান মেয়ের মতোই স্নেহ করেন।  আজ এ টি এম শামসুজ্জামান ও পপির জন্মদিন।  জন্মদিন আসার আগেই পপি এ টি এম শামসুজ্জামানের সঙ্গে দেখা করেছেন, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসেছেন। কাটিয়েছেন কিছুটা সময়।  পপির কাছে এটাই অনেক বড় প্রাপ্তি।

জন্মদিনে অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে দুপুর ১২টা ৩০ মিনিটে সরাসরি অংশগ্রহণ করবেন পপি। অন্যদিকে এ টি এম শামসুজ্জামান বাসা থেকে সরাসরি অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হবেন।

জন্মদিন প্রসঙ্গে এ টি এম শামসুজ্জামান বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে বাসায় ফিরেছি। সবার দোয়া ও ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। কারণ তিনি সবসময়ই আমার পাশে ছিলেন, থেকেছেন।  শত ব্যস্ততার মধ্যেও আমার খোঁজ রেখেছেন। সত্যিই তিনি শিল্পীবান্ধব প্রধানমন্ত্রী।  তার জন্যও আমার অনেক দোয়া। পপি আমার মেয়ের মতোই। আজ একই দিনে আমার সঙ্গে পপিরও জন্মদিন। আর একটি বিষয় আমার কাছে ভীষণ ভালো লাগে, তা হলো সিনেমা কাজ করার ব্যাপারে পপি ভীষণ চুজি। তার কাছে প্রস্তাব গেলেই সে সিনেমায় অভিনয় করে না। এটা অনেক বড় গুণ। তার জন্য আমার অনেক অনেক দোয়া।

এ টি এম শামসুজ্জামানের সঙ্গে পপি প্রথম অভিনয় করেন দীলিপ সোমের ‘তোমার জন্য পাগল’ সিনেমায়। এরপর তার সঙ্গে আরো অনেক সিনেমায় অভিনয় করেছেন।

এ টি এম শামসুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পপি বলেন, কিংবদন্তি শক্তিমান শ্রদ্ধে এ টি এম শামসুজ্জামানের প্রতি শ্রদ্ধাঞ্জলি। তিনি আমার বাবার মতোই শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আগলে রাখেন। তাই তাকে আমি বাবা বলেই ডাকি। তিনি খুব সহজেই আপন করে নিতে পারেন, যেমনটা আমি মনে করি।  এ কারণে জীবনে ঠকেছিও আমি।  তার মতো এমন মহান শিল্পীর কাছ থেকে আমি যেমন সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি, তার তুলনা হয় নায়। তার একটি কথা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে, দেখা হলেই তিনি আমাকে বলেন, তুই সবার থেকে আলাদা।

পপি আজ তার পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করবেন। অন্যদিকে আজ আশুরা বলে দিনের বেলায় জন্মদিন নিয়ে কোনো আয়োজন রাখেননি এ টি এম শামসুজ্জামান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads