• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

চলচ্চিত্রে থিতু হতে চান অপর্ণা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০১৯

বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী অপর্ণা ঘোষ। টিভিপর্দা ও চলচ্চিত্র উভয় অঙ্গনে তার সফল পদচারণা রয়েছে। অপর্ণা অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন। সিরিয়াস ও কমেডি সব ধরনের নাটকেই অভিনয় করেন। কখনো সরল, কখনো চঞ্চলা, কখনো ওয়েস্টার্ন লুকে, আবার কখনো তাকে দেখা গেছে প্রতিবাদী নারী চরিত্রে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে নিজের ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন বাংলা নাটকে। টিভি নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন অপর্ণা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। নাটকে চাহিদা থাকলেও ইদানীং চলচ্চিত্রে বেশ মনোযোগী হয়েছেন এ অভিনেত্রী।

বর্তমানে টিভি নাটকে কাজ করছেন না বললেই চলে। সারা বছর অভিনয়ে ব্যস্ত থাকলেও গেল ঈদের নাটকে তাকে তেমনটি দেখা যায়নি। অপর্ণা জানান, ‘ঈদের আগে থেকে টিভি নাটকের কাজ একেবারেই কমিয়ে দিয়েছি। ঈদের জন্য দুটি নাটকে কাজ করেছিলাম। একটি সাগর জাহানের পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘কবুল বলিল কে’। এ নাটকটি কমেডি হলেও গল্পটি ভালো ছিল। অন্যটি খণ্ডনাটক যার নাম মনে নেই। অভিনয় করেছিলাম বরিশালে।’

 নাটকে অনাগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘বর্তমান নাটকের অবস্থা ভালো যাচ্ছে না। ঘুরেফিরে একই গল্প, একই অভিনয়। হয়তো ‘কমেডি’ নয়তো ‘রোমান্টিক’ নাটক। একই ধরনের অভিনয় বারবার করতে ভালো লাগে না। না জেনে অনেকেই নাটক নির্মাণে এসেছেন। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে যাচ্ছেতাই অবস্থা। তাই ঠিক করেছি ভালো মানের নির্মাতাদের নাটক ছাড়া কাজ করব না। এমন কিছু কাজ আছে যা করার চেয়ে না করাই ভালো। এছাড়া বর্তমানে আমি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। ভালো নাটকের প্রস্তাব এলেও করা সম্ভব হচ্ছে না চলচ্চিত্রের জন্য।’

অপর্ণা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘ভুবন মাঝি’ মুক্তি পেয়েছিল দুই বছর আগে। মুক্তিযুদ্ধের এ ছবিতে তিনি অভিনয় করেছিলেন কলকাতার অভিনেতা পরমব্রতের সঙ্গে। ছবিটি পরিচালনা করেন ফখরুল আরেফিন। একই পরিচালকের ‘গণ্ডি’ ছবি নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। এ ছবিতে অপর্ণাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। তার চরিত্রের নাম মিলি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক দর্শকপ্রিয় অভিনেতা মাজনুন মিজান।

 ছবির চরিত্র নিয়ে অপর্ণা বলেন, ‘ছবির গল্পটা আমাকে টেনেছে বেশি। গল্প বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব যে শুধু ইয়াংদের মধ্যে সীমাবদ্ধ নয়, সিনিয়রদের মধ্যেও হতে পারে সেটাই দেখানো হয়েছে। আমার চরিত্রটা একটু আলাদা। এখানে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। এর আগে এ ধরনের চরিত্রে চলচ্চিত্রে তো নয়ই নাটকেও অভিনয় করেছি কি না মনে পড়ে না। খুব ভালো লাগছে অভিনয় করে। এখানে আমি সব্যসাচীর ছেলের বউয়ের চরিত্রে অভিনয় করছি।’

 ‘গণ্ডি’র শুটিং শেষ করে অপর্ণা আগামী নভেম্বর থেকে শুরু করবেন সরকারি অনুদানের নতুন একটি ছবির শুটিং। সবাইকে জানিয়েই এ ছবির কাজ শুরু হবে বলে জানান এ অভিনেত্রী।

২০০৯ সালে চলচ্চিত্রে আসেন অপর্ণা ঘোষ। অভিনয় করেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। এরপর ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’, ২০১৪ সালে ‘মেঘমল্লার’, ২০১৫ সালে ‘সুতপার ঠিকানা’, ২০১৬ সালে ‘দর্পণ বিসর্জন’ ও ২০১৭ সালে ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এ অভিনেত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads