• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

মাকে নিয়ে শাহনাজ বেলীর গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ সেপ্টেম্বর ২০১৯

ফোক গানের শিল্পী শাহনাজ বেলীর গতকাল শুক্রবারের সকালটা ছিল একটু অন্যরকম। এদিন সকাল ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন তিনি। গান পরিবেশনা শেষে চ্যানেল থেকে বেরিয়ে এসে মুঠোফোনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পান বেলী। এদিকে বিশ্বের সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহআলম সরকারের লেখা ও সুর করা মাকে নিয়ে একটি গানে শিগগিরই কণ্ঠ দেবেন শাহনাজ বেলী। গানের কথা হচ্ছে, ‘হওনা তুমি রাষ্ট্রপতি মাকে দিলে কষ্ট, এই দুনিয়ার সব ইবাদত হবে তোমার নষ্ট’। গানের কথা শাহনাজ বেলীর মনকে গভীরভাবে স্পর্শ করেছে।

বেলী জানান গানটির সংগীতায়োজন করছেন সুমন কল্যাণ। আবার মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা আধ্যাত্মিক গান ‘পাসপোর্ট খুইলা দেখোরে মন ভিসা আছে কয়দিনের’ গানটির সুর করেছেন বিশ্বজিৎ রায়। এই গানটিরও শিগগিরই রেকর্ডিং হবে বলে জানান শাহনাজ বেলী।

হঠাৎ করেই মাকে নিয়ে গান গাওয়া প্রসঙ্গে শাহনাজ বেলী বলেন, ‘দীর্ঘদিন ধরেই ইচ্ছে ছিল মাকে নিয়ে একটি গান করার। অবশেষে শ্রদ্ধেয় শাহআলম সরকারের মা গানটি করতে যাচ্ছি। কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুমন কল্যাণ বেশ আন্তরিকতা নিয়ে সংগীতায়োজন করছেন। আশা করছি, একটি ভালো গান হবে। আল্লাহর রহমতে আমার মা-বাবা দুজনই বেঁচে আছেন এবং ভালো আছেন। বিশ্বের সব মায়েদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি মা গানটি করছি। আর মাকে নিয়ে গান করতে বিশেষ দিবসের প্রয়োজন হয় না। মা তো মা-ই। মায়ের কোনোই তুলনা নাই।’

এদিকে স্টেজ মৌসুম প্রায় শুরুই হয়ে যাচ্ছে। গরমটা একটু কমলেই স্টেজ মৌসুমের সময় ব্যস্ততা বেড়ে যাবে শাহনাজ বেলীর। আগামী দুর্গাপূজাতে নবমীর দিনে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাবে সংগীত পরিবেশন করবেন তিনি। বেলী জানান, তার আগেই আরো বেশ কয়েকটি স্টেজ শোতে গান গাইবার কথা রয়েছে। এদিকে রাধা রমনের প্রচলিত, অপ্রচলিত ১০টি গান নিয়ে একটি অ্যালবামের কাজ শেষ করেছেন শাহনাজ বেলী। গানগুলোর সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ, আজাদ মিন্টু ও রিপন। তবে গানগুলোর কাজ শেষ হওয়ার পর মিউজিক ভিডিও নিয়ে একটু সমস্যায় আছেন তিনি। কোনো প্রযোজনা প্রতিষ্ঠান গানগুলোর ব্যাপারে আগ্রহী হয়ে এগিয়ে এলে শিগগিরই প্রকাশ করা সম্ভব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads