• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

সাংবাদিকতা বিভাগের অনুষ্ঠানে গাইলেন মিথিলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০১৯

গেল ১৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়  গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)-এর বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তি ও অ্যাসোসিয়েশনের চার শতাধিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। টিএসসি প্রাঙ্গণ পরিণত হয় সতীর্থ আর পরিবারের সদস্যদের মিলনমেলায়। দীর্ঘদিন পর প্রিয় বন্ধু তথা প্রিয় সহপাঠীর সান্নিধ্যে এসে সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যায় তাদের স্মৃতিবিজড়িত শিক্ষাজীবনে। অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ডিইউএমসিজেএএ-এর সহকারী সাধারণ সম্পাদক শেখ জিনাত শারমিনের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সেখানে এই বিভাগের প্রাক্তন ছাত্রী মিথিলা ফারজানা একটি গান পরিবেশন করেন। সাধারণত মিথিলা ফারজানাকে সবাই একজন সংবাদপাঠিকা বা উপস্থাপক হিসেবেই চেনেন। কিন্তু তার কণ্ঠে গান সেদিন আগত সবাইকে মুগ্ধ করেছিল। এছাড়া আরো সংগীত পরিবেশন করেন বিভাগেরই প্রাক্তন ছাত্র সাহস মোস্তাফিজ ও মনিরুল ইসলাম। মিলনমেলা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির সাবেক উপাচার্য এবং সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন ডিইউএমসিজেএএ-এর প্রধান উপদেষ্টা ও সাংবাদিকতা বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী, ড. শেখ আবদুস সালামসহ বিভাগের অন্যান্য শিক্ষক। ডিইউএমসিজেএএ-এর সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিইউএমসিজেএএ-এর সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা চৌধুরী এবং বার্ষিক মিলনমেলা কমিটির আহ্বায়ক কাজী মোয়াজ্জেম হোসেন । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিইউএমসিজেএএ-এর যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ পিপুল ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। বক্তৃতাকালে ঢাবির সাবেক উপাচার্য এবং সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক  অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিভাগের প্রাক্তন শিক্ষার্থী তথা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে এই মিলনমেলা এক সেতুবন্ধ হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড়, যা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্যও অনুসৃত হতে পারে। গণমাধ্যম, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা ও যোগাযোগের বিভিন্ন ধারায় নিয়োজিত এ বিভাগের শিক্ষার্থীদের তাদের কর্মস্থলে উচ্চ মানসম্মত পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান অধ্যাপক আরেফিন সিদ্দিক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads