• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘অন্ত্যেষ্টিক্রিয়া’য় অপর্ণা

অভিনেত্রী অপর্ণা ঘোষ

ফাইল ছবি

শোবিজ

‘অন্ত্যেষ্টিক্রিয়া’য় অপর্ণা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ মুক্তিযুদ্ধের গল্পে সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সরকারি অনুদানে নির্মাতা হোসনে মোবারক রুমি নির্মাণ করছেন ছবিটি। এর নাম ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। নির্মাতা জানান, ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা।

এর আগে তাকে দেখা গেছে ‘মেঘমল্লার’ সিনেমায়। যেটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের গল্পকে উপজীব্য করে। ২০১৪ সালে নির্মিত সেই ছবি দিয়ে বেশ প্রশংসিত হন অভিনেত্রী অপর্ণা ঘোষ।

এরপর তিনি মুক্তিযুদ্ধভিত্তিক ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করেন। সেখানে কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যায় তাকে। ছবিটি দেশে-বিদেশে অনেক প্রশংসা পেয়েছে।

অপর্ণা বলেন, ‘সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্র আপাতত চূড়ান্ত করা হয়েছে। সে দুটি চরিত্রে অপর্ণা ঘোষ ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে চুক্তিবদ্ধ করা হয়েছে। তারা দুজনই এই ছবির গল্পটি পছন্দ করেছেন।’

রুমি জানান, শিগগির অন্যান্য শিল্পীর নাম খুব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আগামী মাস থেকেই শুরু হবে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র শুটিং। এ ছবিতে ফুটে উঠবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চিত্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads