• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

কণ্ঠে ‘হূদয়ের নীল’ ছড়ালেন সামিনা চৌধুরী-পিলু খান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৯

মাস দেড়েক আগে খ্যাতনামা গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীর কথায় বাজারে আসে সুরকার-সংগীতশিল্পী এবং রেনেসাঁ ব্যান্ডের অন্যতম সদস্য পিলু খানের প্রথম একক অ্যালবাম ‘তোমরা ভালো আছো তো’।

আট গানের এই অ্যালবামের চারটি গান একক কণ্ঠে গেয়েছেন পিলু খান। বাকি চারটির গান দ্বৈতভাবে গেয়েছেন ফাহমিদা নবী-সামিনা চৌধুরী বোনদের সঙ্গে। চারটির মধ্যে তিনটি সামিনা চৌধুরীর সঙ্গে এবং একটি গান গেয়েছেন ফাহমিদা নবীর সঙ্গে। এই অ্যালবামের সব গানের সংগীতায়োজন করেন সুমন কল্যাণ।

সামিনা চৌধুরী-পিলু খানের দ্বৈতভাবে গাওয়া গান তিনটি হচ্ছে- ‘উল্টেপাল্টে’, ‘হূদয়ের নীল’ এবং ‘এসো হে বন্ধু’। এর মধ্যে শনিবার (২১ সেপ্টেম্বর) বাংলাঢোল’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাদের ‘হূদয়ের নীল’র গান-ভিডিও।

অ্যালবামটিতে ফাহমিদা নবীর সঙ্গে গেয়েছেন ‘এলাম প্রথমবার’ শিরোনামের গানটি। পিলু খানের একক কণ্ঠের গান চারটি হলো- ‘আমার গল্প আঙিনায়’, ‘হাজারো দুঃখ নিয়ে’, ‘সবকিছু শেষ হলে’ এবং ‘তুমি জানো কি’। গাওয়ার পাশাপাশি সব গানের সুরারোপ করেছেন পিলু খান নিজেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads