• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শিল্পী সমিতির নির্বাচনে সিইসি ইলিয়াস কাঞ্চন

ফাইল ছবি

শোবিজ

শিল্পী সমিতির নির্বাচনে সিইসি ইলিয়াস কাঞ্চন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৯

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। কমিটির বিএফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে চলতি কমিটির কার্যনির্বাহী সংসদের সভায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। তবে তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জায়েদ খান ঘোষণা করেন এবারের নির্বাচনে ৩ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, দুদিন আগে মিশা সওদাগর ও জায়েদ খান এসে আমাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দেন। প্রথমে না করেছিলাম। কারণ আগামী মাসজুড়ে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে অনেক কাজ। কিন্তু তারা এমনভাবে ধরে বসল শেষ পর্যন্ত না করতে পারলাম না।

‘বেদের মেয়ে জোৎসনা’ ছবির এই নায়ক বলেন, নব্বই দশকের পর শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এই সমিতি নিয়ে আমার ভালোবাসা অনেক। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব যখন নিয়েই নিয়েছি, তখন শতভাগ সৎ থেকে দায়িত্ব পালনে তৎপর থাকব।

ইলিয়াস কাঞ্চন ছাড়াও নির্বাচন কমিশনে তার সহকারী হিসেবে থাকবেন আরো দুজন। তারা হলেন- পীরজাদা হারুন ও বিএইচ নিশান। এ খবর জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের প্রেস সচিব ও বাচসাসের কার্যনির্বাহী কমিটির সদস্য লিটন এরশাদ।

জানা গেছে, আগামী ৪ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিদায়ী মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হবেন বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। তবে এফডিসি ও শিল্পীদের অন্দরমহলের খবর, আসন্ন নির্বাচনে সবাইকে চমকে দিয়ে নতুন প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন চিত্রনায়িকা নিপুণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads