• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

নতুন ধারাবাহিক তোলপাড়-এ এজাজ, অপর্ণা ও শামীমা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ টিভি নাটকে এবং সিনেমায় সমানতালে অভিনয় করছেন। তবে ধারাবাহিক নাটকে অভিনয়ের ব্যাপারে একটু বেশিই সচেতন তিনি। ধারাবাহিকে অভিনয়ের ক্ষেত্রে গল্পটা ভালো হওয়া তার কাছে যেমন জরুরি, তেমনি তার চরিত্রটিও তার কাছে ভালো লাগার মতোই হতে হবে। নতুন ধারাবাহিক ‘তোলপাড়’-এ দুটি বিষয়ের সমন্বয় আছে বলেই অপর্ণা এই ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

গত শনিবার থেকে অপর্ণা ‘তোলপাড়’ ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাটকটি পরিচালনা করছেন মুসাফির রনি। আর রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এই ধারাবাহিকে অপর্ণার সঙ্গে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম ও শামীমা নাজনীন। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে এই ধারাবাহিকে আরো যারা যুক্ত হবেন তারা হচ্ছেন সাজু খাদেম, মৌসুমী হামিদ, রাশেদ মামুন অপু, নিলয়, রাইজা রশীদ, ইমু শিকদার, নুসরাত জাহান পাপিয়াসহ আরো অনেকে।

ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘গল্প এবং চরিত্র ভালোলাগায় ধারাবাহিকটিতে অভিনয় করছি। মুসাফির রনি তরুণ নির্মাতা। যে কারণে তার মধ্যে ভালো কাজ করার স্পৃহা এবং ধৈর্য আছে। বেশ গুছানো এবং পরিপাটি একটি ইউনিট। মেয়েদের একটি হোস্টেলের জীবনযাত্রা নিয়েই তোলপাড়ের গল্প আবর্তিত। এজাজ ভাই, শামীমা আপা অনেক উঁচু মাপের অভিনেত্রী। তাদের সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ করি আমি।’

ডা. এজাজুল ইসলাম বলেন, ‘সত্যি করেই বলছি, নিঃসন্দেহে খুব ভালো একটি কাজ হচ্ছে। নাটকের গল্প এবং নির্দেশনায় রনির মুন্সিয়ানা নাটকটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে তা প্রচারে এলেই প্রমাণিত হবে। আমি একজন শিল্পী হিসেবে তোলপাড়ে কাজ করে সন্তুষ্ট।’

শামীমা নাজনীন বলেন, ‘খুব চমৎকার একটি গল্পের নাটক এই ধারাবাহিকটি। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। রনিকে ধন্যবাদ ধৈর্য ধরে কাজটি করার জন্য।’

মো. মোজাফফর হোসেন দিপুর নির্বাহী প্রযোজনায় নাটকটি প্রযোজনা করছে ‘প্রচেষ্টা অ্যাড মিডিয়া’। মুসাফির রনি জানান, চলতি বছরেই নাটকটি একটি প্রথমসারির স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। মুসাফির রনি পরিচালিত প্রথম নাটক ছিল ‘গল্পের শেষ পাতাটা ছেঁড়া ছিল’।

এটি ২০১২ সালে চ্যানেল আইতে প্রচার হয়। এরপর তিনি ‘সঞ্চালক’, ‘মাটির মানুষ’, ‘অচল’, ‘ইরার পাগলামি’, ‘কেন এমন হয়’, ‘অভিমান’সহ আরো বেশকিছু নাটক নির্মাণ করেন। মুরাদ পারভেজের সহকারী হিসেবে তিন বছর এবং দীপংকর দীপনের সহকারী হিসেবে সাত বছরেরও বেশি সময় মুসাফির রনি কাজ করে নিজেকে গড়ে তুলেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads