• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দর্শকের ভালোবাসায় মুগ্ধ মিম

বিদ্যা সিনহা মিম

সংগৃহীত ছবি

শোবিজ

দর্শকের ভালোবাসায় মুগ্ধ মিম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ অক্টোবর ২০১৯

গত শুক্রবার রাজধানীসহ সারা দেশের ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে গোলাম সোহরাব দোদুল পরিচালিত বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘সাপলুডু’। সিনেমায় পুষ্প চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের ভালোবাসায় মুগ্ধ হচ্ছেন মিম। ঢাকা এবং ঢাকার বাইরে মিম অভিনীত ‘সাপলুডু’ সিনেমাটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সিনেমাটির গল্প, নির্মাণশৈলী, লোকেশনের বৈচিত্র্য এবং সর্বোপরি মিমসহ সিনেমায় অভিনয় করা অন্য শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। সিনেমায় পুষ্প চরিত্রে অসাধারণ অভিনয় করে সবার কাছেই বেশ প্রশংসিত হচ্ছেন মিম।

বিদ্যা সিনহা মিম বলেন, সাপলুডু সিনেমাতে অভিনয়ের জন্য আমাদের প্রত্যেককেই অনেক কষ্ট করতে হয়েছে। ঢাকার বাইরে শুটিং করতে গিয়ে অনেক শ্রম দিতে হয়েছে। অনেক বড় একটি ইউনিট নিয়ে মুভ করা, কাজ করা কঠিন একটি কাজ। কিন্তু দোদুল ভাই সবকিছু মেনে নিয়ে কষ্ট করে সিনেমাটি তার মনের মতো করে তৈরি করেছেন। আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য তিনিও আমাকে অনেক সহযোগিতা করেছেন। তারিক আনাম ভাই, জাহিদ ভাই, আরিফিন শুভসহ অন্যান্য যারা ছিলেন, প্রত্যেকের কাছ থেকে ভীষণ সহযোগিতা পেয়েছি। যে কারণে আমার চরিত্রটির মধ্যে ডুবে থেকে আমি অভিনয় করতে পেরেছি। যার ফলে সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছ থেকে ভীষণ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস ছিল সাপলুডু দর্শকের মনে দাগ কাটবে। হয়েছেও তাই। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। তাদের প্রতি কৃতজ্ঞ আমি।

এদিকে সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই মিম চেষ্টা করছেন কোনো না কোনো সিনেমা হলে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করতে। সঙ্গে তার বাবা-মাকেও নিয়ে যাচ্ছেন যাতে দর্শকের রেসপন্সটা তারাও দেখেন। এদিকে গত ১৮ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে রায়হান রাফি পরিচালিত ‘পরান’ সিনেমার শুটিং করে ঢাকায় ফিরেছেন মিম। ঢাকায় ফিরেই মূলত ‘সাপলুডু’র প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন। ‘পরান’ সিনেমায় তার বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ। ‘সাপলুডু’ সিনেমায় মিমের বিপরীতে আছেন আরিফিন শুভ। আরিফিন শুভ ‘সাপলুডু’তে আরমান চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। এর আগে মিম ও আরিফিন শুভ একসঙ্গে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘তারকাঁটা’ সিনেমায় অভিনয় করেন।

বিদ্যা সিনহা মিম প্রয়াত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। গেল ঈদে তাহসান ও মিমের গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। পূজার একটি গানে মিম প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads