• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘নীল ঘূর্ণি’ ও অপূর্ব

ছবি : সংগৃহীত

শোবিজ

‘নীল ঘূর্ণি’ ও অপূর্ব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০১৯

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। যিনি অভিনয় দিয়ে জয় করেছেন সবার মন। এবার এই তারকা আসছেন ভিলেন হয়ে। ‘নীল ঘূর্ণি’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। একই সঙ্গে এ ধারাবাহিকে দ্বৈত চরিত্রেও অভিনয় করছেন তিনি। তার বিপরীতে আছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এরই মধ্যে অপূর্ব ধারাবাহিকটির প্রথম লটের শুটিং শেষ করেছেন বলে জানান এর নির্মাতা সৈয়দ শাকিল।

নতুন এই চরিত্র নিয়ে অপূর্ব বলেন, ‘নতুন এ ধারাবাহিক নাটকে দর্শক আমাকে একই সঙ্গে দুটি চরিত্রে দেখতে পাবেন। একটিতে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করছি। অন্য চরিত্রটি সহজ-সরল একজন স্বামীর। ধারাবাহিকটির গল্পেও বেশ নতুনত্ব আছে। অনেক দিন পর ভিন্ন ধরনের একটি গল্পের নাটকে অভিনয় করে খুব ভালো লাগছে।

মধ্যবিত্তের জীবনে নানান চড়াই-উতরাই পার করা গল্প নিয়ে নির্মিত নাটকগুলোতে অভিনয় করে অপূর্ব এখন জনপ্রিয়তার শীর্ষে। এক কথায় এখন যেন মধ্যবিত্তের ‘নায়ক’ তিনি।

যেকোনো নাটকে অভিনয়ের জন্য আগেই প্রস্তুতি নেন অপূর্ব। অভিনয়ের ক্ষেত্রে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেন। অপূর্ব বলেন, আমি যে চরিত্রেই অভিনয় করি না কেন, আগে স্ক্রিপ্ট পড়া, ড্রেস নিয়ে ভাবা, চরিত্রটির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া কিংবা সেই পরিস্থিতিতে আমি হলে কী করতাম- এমন ভাবনা ভেবে তারপর ক্যামেরার সামনে দাঁড়াই। আর আমি যখন অভিনয় করি, তখন শুধু চরিত্রটি নিয়েই ভাবি। তার পরও বলব না যে সব কাজই আমার খুব ভালো হয়েছে। কিছু কাজ কিন্তু অনুরোধ রাখতে গিয়েও করতে হয়েছে।

এমনিতে এক ঘণ্টার নাটকে অভিনয় করতে দেখা যায় এ তারকাকে।  এ বিষয়ে অপূর্ব বলেন, আমি বেশি এক ঘণ্টার নাটকে অভিনয় করি এটা সত্যি। কিন্তু ধারাবাহিকও কিন্তু করছি। বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ করছি। সামনে আরো কিছু ধারাবাহিকের কাজ করা হবে। তবে আমি এক ঘণ্টার নাটকে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ গল্পটা একবারে শেষ হয়ে যায়। দর্শকদের কাজ থেকে প্রতিক্রিয়াটা সঙ্গে সঙ্গেই পাওয়া যায়। আর আমাদের এখানে ধারাবাহিক নাটকের খুব একটা জনপ্রিয়তা এ মুহূর্তে নেই। একসময় ছিল। বিটিভিতে মানুষ ধারাবাহিক নাটক দেখার জন্য তাকিয়ে থাকত। এখন সবগুলো ধারাবাহিকের গল্প প্রায়ই একই রকম। আলাদ আলাদা বিষয় নিয়ে কাজ করলে দর্শকদের কাছে পৌঁছানো যায়।

রোমান্টিক চরিত্রে অভিনয় করতে দেখা যায় এ তারকাকে। অনেকটাই রোমান্টিক অভিনেতা হিসেবে তার পরিচিতি। এর বাইরে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের বিষয়ে অপূর্ব বলেন, চ্যালেঞ্জিং চরিত্র অনেক করেছি, তেমন সাড়া পাইনি। দর্শকের চাহিদা অনুযায়ী কাজ করছি এখন। দর্শকই তার প্রিয় শিল্পীকে আলাদা করে ফেলে। নির্মাতারা এসে যখন বলেন, ভাই, এই চরিত্রটা আপনি ছাড়া আর কাউকে দিয়ে হবে না, তখন আমি গর্ববোধ করি এই ভেবে যে, যাক, তাহলে আমার বিশেষত্ব তৈরি হয়েছে! আমি মনে করি, আমাকে যে ধরনের চরিত্রে মানাবে সেটাতেই আমি কাজ করব।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অপূর্ব বলেন, চলতে-ফিরতে বেশ কিছু গল্প ভর করে আমার মাথায়। যখন কোনো কাছের ডিরেক্টর কিংবা মানুষ পাই, তার সঙ্গে সেটা শেয়ার করি। তখন দেখা গেছে সেই ডিরেক্টর বললেন, সেটা তিনি বানাবেন। আসলে সেভাবেই কাজগুলো হয়েছে। আর ডিরেকশন এর ব্যাপারটা হচ্ছে, একেবারেই নিজস্ব একটা ভালো লাগা থেকে তৈরি হয়েছে। একটি গল্প আমি চিন্তা করার পর মনে হয়েছে এটা আসলে আমি যেভাবে চিন্তা করেছি সেভাবেই বানাতে হবে এবং সেটা আমিই পারব। অন্যকে দিলে সেটা হয়তো নষ্ট হয়ে যাবে। এখন ভবিষ্যতের কথা বলতে পারি না।

এদিকে এ অভিনেতা খণ্ড নাটক ও টেলিছবিতেও বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানান। সম্প্রতি মিজানুর রহমান আরিয়ানের ‘স্বার্থপর’ ও সঞ্জয় সমাদ্দারের ‘গেইম ওভার’ শিরোনামের একটি টেলিছবির শুটিং শেষ করেছেন তিনি। দুটিতেই তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads