• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

শোবিজ

ভিন্ন অভিজ্ঞতায় তারিন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৯

জাতিসংঘের ৭৪তম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন নন্দিত নাট্যাভিনেত্রী তারিন জাহান। সম্মেলনে প্রধানমন্ত্রী দুটো সম্মাননাতেও ভূষিত হয়েছেন। আর সেই সম্মাননা গ্রহণের মুহূর্তটি সামনে বসে থেকে উপভোগ করেছেন তারিন যা তার কাছে অনেক গর্বের বিষয়।

 বিশেষ সেই মুহূর্তের কথা বলতে গিয়ে তারিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়শীল দেশে রূপান্তর করেছেন। তার এই সাফল্যকে বিশ্বের অনেক দেশেই দৃষ্টান্ত হিসেবে ধরা হয়ে থাকে, যা আমাদের জন্য অবশ্যই অনেক গর্বের বিষয়। তিনিই এমন একজন প্রধানমন্ত্রী যিনি দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আগামীতেও এগিয়ে নিয়ে যাবেন। এই দেশকে আরো সমৃদ্ধ করতে বাংলাদেশে তার নেতৃত্বই প্রয়োজন। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’

এদিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সম্মেলনে অংশগ্রহণ করার পর দেশে ফিরেছেন তারিন। দেশে ফিরেই তিনি আবারো ব্যস্ত হয়ে উঠেছেন। আগামী ৯ অক্টোবর তিনি কক্সবাজারে একটি বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নেবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মৈত্রী শিল্পের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করবেন আফতাব বিন তমিজ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা আফতাব বিন তমিজ।

বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘মৈত্রী শিল্পের নানান পণ্য বিক্রয়ের পর যা আয় হয় তা এই শিল্পের পণ্য উৎপাদনে সম্পৃক্ত স্পেশাল চাইল্ডদের জন্য ব্যয় করা হয়। এই শিল্প থেকে উৎপাদিত মুক্তা পানি খুউব ভালো পানি। এই শিল্পেরই পণ্যের বিজ্ঞাপনে আমি মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। আমি আন্তরিক ধন্যবাদ দিতে চাই সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে এমন একটি কাজের সাথে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। কারণ আমি মনে করি স্পেশাল চাইল্ডদের উৎসাহ দিতে, অনুপ্রেরণা দিতে এটা আমার সামাজিক দায়বদ্ধতারই অংশ। আমি ভীষণ ভালোলাগা নিয়েই কাজটি করতে যাচ্ছি।’

উল্লেখ্য, তারিন সর্বশেষ গেল কোরবানির ঈদে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। হাসান রেজাউলের নির্দেশনায় আসাদুজ্জামান নূরের সঙ্গে ‘জলছবি’ টেলিফিল্মে অভিনয় করেছেন। এছাড়া তিনি তুহিন হোসেনের ‘ভালোটুকু থাক’, অরণ্য আনোয়ারের ‘মেড ইন রয়েল ডিস্ট্রিক’, হিমু আকরামের ‘ফয়জু মুন্সীর নারিকেল গাছ’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া দীর্ঘ পনেরো বছর পর তিনি বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দ মেলা’য় পারফর্ম করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads