• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বিয়ে করলেন আইরিন তানি

সংগৃহীত ছবি

শোবিজ

বিয়ে করলেন আইরিন তানি

  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৯

বিয়ে করলেন ছোটপর্দার অভিনেত্রী আইরিন তানি। গত ৩ অক্টোবর চট্টগ্রামে ছেলের বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আইরিন ও সাইফুল হক চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আইরিন বলেন, ‘অনেকটা হঠাৎ করেই বিয়ে করে ফেললাম। সাইফুল খুব ভালো মনের একজন মানুষ। একজন ভালো মনের মানুষকেই সঙ্গী হিসেবে চেয়েছি। আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুখী করেন। বাকি জীবন যেন একসঙ্গে সুখে দুঃখে কাটিয়ে দিতে পারি।’

আইরিন তানি জানান, তার স্বামী একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন। বিয়ের পর তারা রাজধানীর নিকুঞ্জতেই বসবাস করবেন। শুরুটা ছিল তার সিনেমায়, কিন্তু এখন ব্যস্ততা তার ছোট পর্দায়। তিনি আইরিন তানি। তার ভাষ্যমতে, নাটকে অভিনয়েই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে তারপরও এরই মধ্যে সিনেমারও কাজও করেছেন। তবে সেসব সিনেমা এখনো মুক্তির মিছিলে না আসায় কিছুটা মন খারাপ আইরিন তানির।

এরই মধ্যে চ্যানেল আইতে প্রচারের জন্য আইরিন তানি ‘সাঁতার’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। এই টেলিফিল্মে তিনি দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, চম্পার মতো গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। টেলিফিল্মটি রচনা করেছেন তুষার কান্তি সরকার এবং পরিচালনা করেছেন গোলাাম হাবিব লিটু। আইরিন তানি জানান, এই নাটকে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিমি করিম। শিগগিরই নাটকটি প্রচার হবে।

এদিকে আইরিন তানি নতুন চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে, ফরিদুল হাসানের ‘বাউণ্ডুলে’, ‘লাকি থার্টিন’, ‘সঞ্জিত সরকারের ‘চিটিং মাস্টার’ ও ‘আকাশ রঞ্জনের ‘বউ শাশুড়ি’। চলতি বছরের শুরুতে আইরিন তানি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। জাহিদ হাসানের বিপরীতে তিনি ডিভাইন সিটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও আলোচনায় এসেছিলেন। তার অভিনীত প্রথম সিনেমা ছিল বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’। কলকাতার শঙ্খ ঘোষের নির্দেশনায় তানি ‘মায়া’ সিনেমায় কাজ করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তিনি গোলাম মোস্তফা শিমুলের নির্দেশনায় ‘দ্য লোনি’ ও ‘লবণ’ সিনেমায় কাজ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads