• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

শোবিজ

ফিরছে ‘আর্ক’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৯

জনপ্রিয় ব্যান্ড আর্কের কথা মনে আছে নিশ্চয়ই। নব্বই দশকে আর্কের গানে মাতায়োরা ছিল সবাই। বিশেষ করে এর ভোকাল হাসানের কণ্ঠে এ ব্যান্ডের অনেক গানই জনপ্রিয় হয়েছে। মধ্যে ব্যান্ডটি ভেঙে গিয়েছিল। পরবর্তীতে কয়েক বছর আগে হাসান ফের আর্কের নতুন যাত্রার ঘোষণা দেন। কিন্তু ঘোষণার পরও নতুন কোনো গান প্রকাশ করেনি ব্যান্ডটি। ব্যান্ডের লাইনআপেও পরিবর্তন এসেছে কয়েক দফা। তবে এবার নতুন লাইনআপ নিয়ে ফিরেছে আর্ক।

বেশ কিছু চমক নিয়ে আসছে ব্যান্ডটি। আর্ক ব্যান্ডের বর্তমান লাইনআপ হলো-হাসান (ভোকাল), টিংকু এ রহমান (কিবোর্ড), এস আই সুমন (গিটার), বেস গিটার (নমন), জিমি (ড্রামস) ও এরশাদ আলী (গিটার)। এরই মধ্যে নতুন এই লাইনআপে আর্ক শো ও প্র্যাকটিস করছে নিয়মিত। সামনেও দেশের বিভিন্ন স্থানে শো রয়েছে।

শুধু দেশেই নয়, খুব শিগগিরই ওয়ার্ল্ড ট্যুরেও যাচ্ছে ব্যান্ডটি। এরই মধ্যে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে শোর পাশাপাশি আর্কের নতুন গানের কাজও চলছে। খুব শিগগিরই তাদের নতুন গান শ্রোতাদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন ব্যান্ডটির ভোকাল হাসান। এ জনপ্রিয় ব্যান্ডতারকা বলেন, আর্ক এখন নতুন লাইনআপে একেবারে প্রস্তুত। আমরা নিয়মিত শো করছি। শ্রোতা-দর্শকদের ভালোবাসায় বারবার মুগ্ধ হচ্ছি। আর্ক যে এতটা সময় পরও এত জনপ্রিয় তা বিভিন্ন শোতে গেলেই বুঝতে পারি। আমরা ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনা করেছি। বিভিন্ন দেশে হবে আর্কের কনসার্ট। এ বিষয়ে বিস্তারিত সামনেই আমরা জানাব। আর নতুন গানের আশায় আছেন আমাদের শ্রোতা-ভক্তরা। সেটা আমি জানি। আমরা এরই মধ্যে নতুন গানের কাজ শুরু করেছি। বেশ কিছু বিষয় নিয়ে হবে গানগুলো। আর্কের নিজস্ব স্টাইলেই এ গানগুলো করছি আমরা। সব মিলিয়ে নানা চমক নিয়েই আর্ককে সামনে সবাই পাবেন। এবার আমরা আর থামছি না। নিয়মিত সব ক্ষেত্রে আমাদের পাওয়া যাবে, এতটুকু বলতে পারি।

আর্ক ও হাসানের ভক্তরাও অপেক্ষায় আছেন নতুন গানের। ফিরে আসবে আর্ক আবার নতুন কোনো বার্তা, নতুন কোনো উদ্যমী সুর নিয়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads