• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

সরব পাপিয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জের মেয়ে নুসরাত জাহান পাপিয়া। অল্প সময়ের মধ্যে সিনেমা, নাটক, বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে কাজ করে আলোচনায় চলে এসেছেন। এরই মধ্যে চারটি সিনেমাসহ বেশ কিছু খণ্ড নাটক, ধারাবাহিক নাটক, দর্শকপ্রিয় বিজ্ঞাপন এবং আলোচিত মিউজিক ভিডিওতে কাজ করে প্রশংসিত হয়েছেন। বাবা পুলিশ কর্মকর্তা ছিলেন বিধায় পাপিয়ার শুরুটা চট্টগ্রামের তীর্যক নাট্যগোষ্ঠীর হয়ে। আজ থেকে তিন বছরেরও বেশি সময় আগে কায়সার আহমেদের ‘রুপালি প্রান্তর’ ধারাবাহিকে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়াতে তার শুরু হয়। গত বছর বিবিএ সম্পন্ন করার পর যেন অভিনয়ে নিজেকে আরো বেশি ব্যস্ত করে তোলেন। তপু খানের ‘সময়ের গল্পের’ কয়েকটি পর্বসহ ইমরাউল রাফাতসহ আরো বেশ কজন নাট্যনির্মাতার নির্দেশনায় খণ্ড নাটকে অভিনয় করেন।

অভিনয় করেছেন সোহাগ কাজীর ‘সালিশ মানে তালগাছ আমার’, বি কে আকাশের ‘ক্যাট হাউজ’ ধারাবাহিকেও। ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় প্রথম ‘নায়ক’ সিনেমাতে অভিনয় করেন। এরপর তিনি রফিক শিকদারের ‘হূদয় জুড়ে’, সাইফ চন্দনের ‘আব্বাস’ ও জয়দীপ মুখার্জীর ‘চালবাজ’ সিনেমাতেও অভিনয় করেন। তবে পাপিয়ার আপাতত কমার্শিয়াল সিনেমাতে অভিনয়ের আগ্রহ নেই। ভিন্ন ধরনের গল্পে একটু চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের আগ্রহ তার বেশি। যেন নিজের অভিনয় প্রতিভাকে দেখানোর সুযোগ থাকে তার।

পাপিয়া প্রথম মিউজিক ভিডিওতে মডেল হন ইলিয়াস হোসেনের ‘ভালোবাসি’ গানে। তবে আসিফের সঙ্গে ‘পূর্ণদৈর্ঘ্য হাসি’ গানের মিউজিক ভিডিওতে বেশি সাড়া পেয়েছেন তিনি। গত ৩ অক্টোবর সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে জিসান খান শুভর ‘নাইওর’ গানটি। এই গানটিতে মডেল হয়েও দারুণ সাড়া পাচ্ছেন তিনি। সালাহউদ্দিনের নির্দেশনায় একটি টিভির বিজ্ঞাপনে প্রথম মডেল হন তিনি। চঞ্চল চৌধুরীর সঙ্গে রানা মাসুদের নির্দেশনায় একটি হেয়ার কালারের বিজ্ঞাপনে মডেল হয়ে বেশি প্রশংসিত হন পাপিয়া। এরপর আরো বহু বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

অভিনয়েই নিজেকে বেশি ব্যস্ত রাখতে চান পাপিয়া বলেন, ‘একজন জাত অভিনেত্রী হিসেবে নিজেক প্রতিষ্ঠিত করতে চাই। অভিনয়ে অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে এমন অবস্থানে নিয়ে যেতে চাই যেন সবাই এক নামে আমাকে চিনতে পারেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads