• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

‘জিন’-এ গাইলেন দিঠি আনোয়ার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

বাংলাদেশের চলচ্চিত্রের গর্ব জীবন্ত কিংবদন্তি ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারকে সিনেমার গানে খুব বেশি পাওয়া যায়নি। তবে তিনি যে ক’টি সিনেমাতে গান গেয়েছেন প্রতিটি গানই শ্রোতা দর্শককে মুগ্ধ করেছে। গত সপ্তাহে দিঠি আনোয়ার নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। নাদের চৌধুরী পরিচালিত ‘জিন’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন দিঠি। গানটি লিখেছেন তারই বাবা গাজী মাজহারুল আনোয়ার। গানের কথা হচ্ছে ‘নাই নাই নাই জিন ভূত নাই’। গানটির সুর-সংগীত করেছেন আহমেদ কিসুল। এতে দিঠি আনোয়ারের সহশিল্পী হিসেবে আছেন ক্লোজআপ তারকা কিশোর।

গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘আমি সবসময়ই মেলোডি ঘরানার গান গাইতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু এর বাইরেও যে আমি একটু ভিন্ন ধরানার গান গাইতে পারি তা এই গানটি নতুন করে স্বাক্ষর বহন করবে। মূলত আমার আব্বুর আগ্রহেই এ গানটি গাওয়া। আব্বুর আগ্রহ হচ্ছে দর্শক শ্রোতারা যেন জানতে পারে কিংবা বুঝতে পারে শুধু এক ধরনের গানেই আমি স্বাচ্ছন্দ্য নই। ভিন্ন ধরনের গানেও আমি বেশ মানিয়ে নিতে পারি। গানের কথা এবং সুর, সংগীত এককথায় অসাধারণ। কিশোরও চমৎকার গেয়েছে। আমার বিশ্বাস গানটি শ্রোতা দর্শকের মন ছুঁয়ে যাবে।’

গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ সিনেমায় দিঠি আনোয়ার প্রথম প্লে-ব্যাক করেন। গানটি প্রিয়দর্শিনী মৌসুমীর লিপে ব্যবহূত হয়েছিল। পরবর্তী সময়ে তিনি আরো কয়েকটি সিনেমায় প্লে-ব্যাক করেন। সর্বশেষ তিনি নারগিস আক্তারের ‘যৈবতী কইন্যার মন’ সিনেমায় সুজেয় শ্যাম’র সুর-সংগীতে প্লে-ব্যাক করেন। এতে তার সহশিল্পী ছিলেন অপু আমান। দিঠি আনোয়ার চ্যানেল আইয়ের নিয়মিত সংগীতবিষয়ক অনুষ্ঠানে ‘পালকি’র উপস্থাপনা করছেন। দিঠি তার বাবার লেখা ‘দেবদাস’ গানটির কাজও শেষ করেছেন।

গানটির সুর-সংগীত করেছেন আহমেদ কিসলু। ইউসুফ আহমেদ খান ও অপুর সঙ্গেও তিনি দুটি গানের কাজ শেষ করেছেন। ইউসুফের সঙ্গে ‘হাত বাড়ালেই যদি’ গানটি লিখেছেন এবং সুর করেছেন সাখাওয়াত হোসেন মারুফ। অপুর সঙ্গে ‘মধুর ক্যান্টিন’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর-সংগীত করেছেন অপু নিজেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads