• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নতুন দুই চলচ্চিত্রে দিলারা জামান

সংগৃহীত ছবি

শোবিজ

নতুন দুই চলচ্চিত্রে দিলারা জামান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৯

টেলিভিশন নাটকের গুণী অভিনেত্রী দিলারা জামান। ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায়ও নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন দিলারা জামান। ছোটপর্দায় নিয়মিত হলেও বড়পর্দায় দেখা যায় না তাকে। এবার বড়পর্দায় ফিরছেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে দুটি নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন। একটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া হোসেন মোবারক রুমির ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ এবং অন্যটি মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘অর্জন-৭১’।

নতুন দুই ছবি নিয়ে দিলারা জামান বলেন, ‘১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র কাহিনী। আর মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হচ্ছে ‘অর্জন-৭১’। ছবিটির কাজ এফডিসিতে কয়েকদিন করলাম।’

বড়পর্দায় প্রত্যাবর্তনের ব্যাপারে দিলারা জামান বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সব মাধ্যমেই অভিনয় করতে চাই। সিনেমায় তো আগেও অভিনয় করেছি। সিনেমা তো অনেক বড় আয়োজনের ব্যাপার। অভিনয়ের জন্য অনেক প্রস্তুতিরও ব্যাপার থাকে।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাইজান’-এ অভিনয় করেছেন। এ প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেক দিন পর সুন্দর একটি গল্পে অভিনয় করলাম। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির মধ্যে সুন্দর একটি মেসেজ আছে আর এটি পুরস্কার পাওয়ার মতোই একটি কাজ হয়েছে বলে আমি মনে করি।’

অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিনয় তো আমার পেশা। এখন আর চরিত্র নিয়ে খুব একটা ভাবি না। কাজ করতে হবে বলে কাজ করে যাই। তার মধ্যে যখন কিছু নাটকে ভালো গল্প পাই, তখন চরিত্রটাতে অভিনয় করে ভালো লাগে। তখন কাজটা করে আনন্দ পাওয়া যায়। আমার এই কাজের মধ্যে তো প্রাণেরও ব্যাপার আছে। চরিত্রটা ভালো লাগলে কাজটা করে প্রাণ পাওয়া যায়। একটা মানসিক যে প্রশান্তি, সেটা পাওয়া যায়। যদি ভালো একটা গল্পে, ভালো একটা চরিত্রে অভিনয় করা যায়, তখন নিজের কাছেও ভালো লাগে। নইলে কাজ করে চলে আসলাম, কিন্তু নিজেও তেমন কাজটা করে আনন্দ পেলাম না।’

টিভি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা সম্পর্কে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘এই বিষয়টি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাই না। এটা তো সবাই দেখছে, এখন আমরা কোন অবস্থায় আছি। সাম্প্রতিক সময়ের নাটকগুলো দেখলেই তো বোঝা যায় আমরা কোন অবস্থায় আছি। তাই আলাদাভাবে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

মিডিয়ায় নতুনদের অংশগ্রহণকে ইতিবাচক দেখছেন দিলারা জামান। তিনি বলেন, ‘এখন যারা অভিনয় করছে তারা অনেকেই বেশ ভালো অভিনয় করছে। একসময় তো মঞ্চ থেকে অভিনয় শিখেই মিডিয়ায় অভিনয় করতে আসত। এখন সেটা কমে গেছে। আবার কেউ কেউ এখনো মঞ্চে অভিনয় শিখে মিডিয়ায় কাজ করছে। অনেকেরই নাম বলা যাবে, যারা ভালো কাজ করছে। তাই আলাদা করে নাম বলছি না। শুধু বলব, এই সময়ে বেশ প্রতিভাবান শিল্পী আছে। তাদের নিয়ে অনেক ভালো কাজ করা সম্ভব।’

দিলারা জামানের অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ত্রিধরা নাটক দিয়ে। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০-এর দশকে তিনি ‘চাকা’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তী সময় ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। ২০০৮ সালের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads