• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

মঞ্চ মাতাবেন তারা দুজন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৯

ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড’। আগামীকাল সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (নবরাত্রি হল ৪) বসবে এ আসর।

জমকালো এই আয়োজনের মঞ্চ মাতাবেন দুই বন্ধু চিত্রনায়ক নিরব ও ইমন। এতে নিরবের সহশিল্পী হিসেবে থাকবেন তমা মির্জা আর ইমনের সঙ্গে থাকবেন মেঘলা মুক্তা। নিরব বলেন, ‘অনুষ্ঠানে আমার সঙ্গে নাচবেন তমা। ছবির জনপ্রিয় গানের সঙ্গে আমরা নাচব।’

ইমন বলেন, ‘ফিল্ম অ্যাওয়ার্ডের প্রথম এই আসরটি বেশ জমকালো আয়োজনে হবে। এতে আমি আর মেঘলা মুক্তা জুটি হয়ে নাচ পরিবেশন করব। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, ২০১৮ সালের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত ভারত ও বাংলাদেশে মুক্তি পাওয়া বাংলা ভাষার ছবিগুলোর মধ্য থেকে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। পপুলার, টেকনিক্যাল ও রিজিওনাল-এই তিনটি ক্যাটাগরিতে মোট ২৪টি পুরস্কার দেওয়া হবে।

এর জুরি বোর্ডে ভারত থেকে আছেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা-নির্মাতা ব্রাত্য বসু, সাংবাদিক ও সমালোচক গৌতম ভট্টাচার্য, প্রযোজক অঞ্জন বোস এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। আর বাংলাদেশ থেকে জুরি বোর্ডে অংশ নিয়েছেন চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়িকা কবরী, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম ও পরিচালক হাসিবুর রেজা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads