• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

নতুন দুই বিজ্ঞাপনে বিদ্যা সিনহা মিম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৯

গেল দুর্গা পূজায় মুক্তি পাওয়া বিদ্যা সিনহা মিম অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমাতে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছেন মিম। পুষ্প চরিত্রে অভিনয়ের জন্যও প্রশংসিত হয়েছেন তিনি। বিগত বেশ কিছুদিন সিনেমাটির প্রচারণাতেও সময় দিয়েছেন এই তারকা। ‘সাপলুডু’তে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। এবার চলতি মাসেই নতুন দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি।

গেল শুক্রবার রাজধানীর শাহবাগের একটি পাঁচ তারকা হোটেলে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের রিয়েল এস্টেটের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন মিম। এটি নির্মাণ করেছেন সনক মিত্র। বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে শুধু মিমই ছিলেন। এ ছাড়া  আগামী ২৮ অক্টোবর মিম অমিতাভ রেজার নির্দেশনায় আরো একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। এটি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের তেলের বিজ্ঞাপন বলে জানান মিম।

একই মাসে পরপর দুটি বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে মিম বলেন, ‘দুটো বিজ্ঞাপনে কাজ করার জন্য সবকিছুই ব্যাটেবলে মিলেছে বিধায় কাজ করছি। আমি সব সময়ই বিজ্ঞাপনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি কয়েকটি কারণে। এক. বিজ্ঞাপনে কাজ করলে বছরজুড়ে রেসপন্স পাওয়া যায়। দুই. বিজ্ঞাপনে কাজ করলে নির্ধারিত সময়টা কম লাগে। তবে এটা সত্যি শ্রম অনেক বেশি দিতে হয়। তাই বিজ্ঞাপনে কাজ করাটা আমি সব সময়ই বেশি উপভোগ করি। সনকদার নির্দেশনায় এর আগেও কাজ করেছি। নতুন বিজ্ঞাপনটির গল্প ভাবনা এবং দাদার নির্দেশনায় খুউব ভালো হয়েছে। আশা করছি বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। আর অমিতাভ ভাইয়ের কাজের প্রতি আমার সব সময়ই আস্থা আছে, এবারেরটাও আশা করছি অনেক ভালো হবে।’

এদিকে সাম্প্রতিক সময়ে মিম ও তাহসান খানের একটি বিজ্ঞাপন দেশের প্রায় সব চ্যানেলেই প্রতিদিনই প্রচার হচ্ছে। নতুন এই বিজ্ঞাপনটির জন্যও সাড়া পাচ্ছেন মিম। এরই মধ্যে ময়মনসিংহে রায়হান রাফির নির্দেশনায় ‘পরাণ’ সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন মিম। এতে তার বিপরীতে আছেন ইয়াশ রোহান ও শরীফুল রাজ। এই সিনেমায় একেবারেই গ্রাম্য এক মেয়ের ভূমিকায় দেখা যাবে মিমকে। তার চরিত্রের নাম অনন্যা। আগামী ৩ নভেম্বর থেকে মিম রায়হান রাফির নির্দেশনায় সিলেটে শুরু করতে যাচ্ছেন ‘ইত্তেফাক’ সিনেমার শুটিং। এতে তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। এবারই প্রথম মিম-সিয়াম জুটি হয়ে কাজ করতে যাচ্ছেন। গেল দুর্গা পূজায় মিম তার গ্রামের বাড়ি রাজশাহী গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার বাবা, মা। পূজার সময়টা এবার তার অনেক ভালো কেটেছে বলে জানান মিম। কারণ রাজশাহীর বাঘাতে পূজাতে তারই কারণে আয়োজিত অনুষ্ঠানে উপহারসামগ্রী প্রদান করেন মিম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads