• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

মানসিক ভারসাম্যহীন সারিকা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৯

রাত-বিরাতে বিয়ের শাড়ি পরে ঘর থেকে বেরিয়ে পড়েন তিনি। আলো-আঁধারে ঘেরা রাস্তায় আনমনে হাঁটতে থাকেন। নিজের বিয়ের দিনে একটি দুর্ঘটনার শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি। এক রাতে এমনই হাঁটতে বেরিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়লেন। ছিনতাইকারীরা ধরে নিয়ে গেল তাকে। এমনই ঘটনা ঘটেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকার সঙ্গে। তবে বাস্তবে নয়, পুরো ঘটনাটিই ঘটেছে ‘নিশিগন্ধা’ নামের একটি নাটকে। এতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা সেই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন সারিকা। তার চরিত্রটির নাম নিশি। শুভাশীষ সিনহা রচিত ‘নিশিগন্ধা’ নামের এই নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটিতে সারিকার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটক প্রসঙ্গে হাসান রেজাউল বলেন, একটি ভিন্নধাঁচের ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করেছি নাটকটি। গত ১৮ ও ১৯ অক্টোবর ঢাকার কয়েকটি লোকেশনে শুটিং শেষ হয়েছে। ইরফান সাজ্জাদ আগেও আমার নাটকে অভিনয় করেছেন। এবার আমার পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করলেন সারিকা। গল্পটি দারুণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তারা। আশা করি সবার ভালো লাগবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, এজাজ বারী, মৃণাল দত্ত, ফরহাদ লিমন প্রমুখ। শিগগির একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

নাটকে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘আমি তো অভিনয়ের বাইরে যাচ্ছি না। সত্যি বলতে, প্রচুর কাজের প্রস্তাব থাকলেও সব নাটকে তো আর অভিনয় করা যায় না। গড়পড়তা কাজে যুক্ত হতে ইচ্ছা করে না। এদিকে আমার মেয়ে বড় হয়েছে। তাকে সময় দেওয়ার কারণেই কাজ কম করি। কিন্তু এ নিয়েও অনেক বিড়ম্বনার মুখোমুখি হতে হয় আমাকে। মিডিয়া থেকে বিদায় নেওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। যতদিন দর্শক আমার অভিনয় পছন্দ করবেন, ঠিক ততদিনই কাজ করব। এদিকে সম্প্রতি একই নির্মাতার নির্দেশনায় একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হয়েছেন এ পর্দাকন্যা। খুব শিগগির এটি প্রচারে আসবে বলে জানান নির্মাতা।’

মডেল ও অভিনেত্রী সারিকার মিডিয়ায় যাত্রা শুরু ২০০৬ সালে মডেলিংয়ের মাধ্যমে। তবে ২০১০ সালে ছোটপর্দায় কাজ করে তার অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে নিয়মিত ছিল নাটক ও বিজ্ঞাপনে। তবে মাঝে মধ্যেই আড়ালে চলে যান এই অভিনেত্রী।

সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন টেলিভিশন শিল্পী সংঘের প্রযোজক মোহাম্মদ বোরহান খান। নির্ধারিত সময়ের মধ্যে সেই অভিযোগের সদুত্তর না দেওয়ায় সব ধরনের নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। পরে ক্ষমা চাওয়ায় তিন মাস পর কাজ করার অনুমতি মেলে। গেল বছর নভেম্বর মাসে ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের কাজ করে সারিকা ডুব দিয়ে ছিলেন অনেক দিন। এবার ঈদের কাজ দিয়েই নতুন করে ফিরলেন সারিকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads