• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি নির্বাচন : নতুন নেতা শোয়েব ও উজ্জ্বল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাচন (২০১৯-২১) এর সংশোধিত তফসিল অনুযায়ী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন সভাপতি হয়েছেন কাজী শোয়েব রশিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন আওলাদ হোসেন উজ্জ্বল। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাচন বোর্ডের সভাপতি সুদীপ্ত কুমার দাস, সদস্য মোজাহারুল ইসলাম ওবায়েদ ও জাহিদ হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যান্য পদে সহ-সভাপতি হয়েছেন মিয়া আলাউদ্দিন ও আমির হামজা, সহ-সাধারণ সম্পাদক পদে শরফুদ্দিন এলাহী সম্রাট, খোরশেদ আলম, কোষাধ্যক্ষ আজগর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাংস্কৃতিক, সমাজকল্যাণ ও আইনবিষয়ক সম্পাদক আর এম ইউনুস (রুবেল), কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে আছেন উত্তম কুমার সিংহ রায়, রফিক উদ্দিন, রবিউল ইসলাম, ফারুক হোসেন মানিক, আশরাফুল ইসলাম বাবু ও সুমন কুমার সাহা।

উল্লেখিত ফলাফলের এই চিঠিতে আরো জানানো হয়, ২০১৯-২১ এর সংশোধিত তফসিল অনুযায়ী কর্মকর্তা পদে প্রাপ্ত মনোনয়ন পত্রগুলো যাচাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র বৈধ বিবেচিত হওয়ায় এবং ১টি পদের বিপরীতে ১টি করে বৈধ মনোনয়নপত্র দাখিল হওয়ায় সবাইকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।

এর আগে ইফতেখার উদ্দিন নওশাদ সভাপতি ও কাজী শোয়েব রশিদ সমিতির সাধারণ সম্পাদক পদে ছিলেন।

এদিকে অক্টোবরের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের নির্বাচন স্থগিত করার সংবাদ পাওয়া যায়। এ সময় স্মারক নং- ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০৩২.০৩/২৯৪ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের (টি. ও-২ শাখা) থেকে এমন তথ্য জানানো হয়েছিল। সেখানে প্রাপ্ত অভিযোগের আলোকে বেশকিছু বিষয় তদন্ত করে পত্র প্রাপ্তির দশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বর্তমান কমিটির সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন এ বিষয়ে বলেন, গত ১৭ অক্টোবর হাইকোর্টে এক স্টে অর্ডারের মাধ্যমে এ সমস্যার সমাধান হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads