• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

ফিরবেন আনোয়ার জাহান নান্টু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৯

আনোয়ার জাহান নান্টু, বাংলাদেশের একজন বরেণ্য জীবন্ত কিংবদন্তি সংগীত পরিচালক। কিছু মানুষ আছেন যারা নীরবে নিভৃতে কাজ করতেই ভালোবাসেন, তিনি তেমনই একজন। বাংলাদেশের সিনেমার বহু জনিপ্রয় গান যেমন ‘তুমি আমার মনের মাঝি’, ‘আমারই গান খানি যদি ভালো লাগে’, ‘চোখের জলে আমি ভেসে চলেছি’, ‘সাধেরই এই সংসার ছাইড়া সাড়ে তিন হাত মাটির তলে সবাই যাইবো রে’, ‘মাটির কোলে খাঁটি মানুষ’, ‘আমার সুরের সাথী আয়রে’, ‘ভাপা পিঠারে তোরে খাইতে গিয়া হা’, ‘ভবের এই খেলাঘরে খেলে সব পুতুল খেলা’, ‘সুখেরও নীড়ে আমি নীড়হারা পাখি’ এমন অসংখ্য জনপ্রিয় গানের সুরস্রষ্টা আনোয়ার জাহান নান্টু।

সারা জীবনই কাজের মধ্যে নিজেকে মগ্ন রেখেছেন। সুর সৃষ্টিই ছিল যার ধ্যান-জ্ঞান, যে মানুষটি ছিলেন একেবারেই প্রচারবিমুখ, সেই মানুষটিই আজ দেশের বাইরে কলকাতার এ্যাপোলো হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। দেশের মানুষের দোয়া, ভালোবাসাই গুণী এই ব্যক্তিত্বকে আবার সবার মাঝে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তার ফেরার অপেক্ষায় তার পুরো পরিবার। বরেণ্য এই সঙ্গীত ব্যক্তিত্ব চলচ্চিত্রে দুইশ’র মতো গান করেছেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের অনেক অনুষ্ঠানেরও গান করেছেন। সৈয়দ আবদুল হাদী, মনির খানসহ অনেক সংগীতশিল্পীর একক অ্যালবামও করেছেন তিনি। আনোয়ার জাহান নান্টু দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত।

গত ৫ অক্টোবর থেকেই তিনি কলকাতায় এ্যাপোলো হাসপাতালে ডাক্তার রমেশ কুমার গয়েনকার তত্ত্বাবধানে আছেন। সেখানে সঙ্গে আছেন তার ছেলে বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার, নাট্যপরিচালক সাগর জাহান। যেখানে নিজের দেশের আলো বাতাস নেই, নেই নিজের দেশের মাটি-মানুষ, নেই কোনো পরিচিত প্রিয় মুখ, সেখানেই জীবনের প্রয়োজনে বাবাকে সুস্থ করে তোলার আশায় দিন রাত বাবার জন্যই শ্রম দিয়ে যাচ্ছেন সাগর জাহান। সাগরের কথা একটাই, বাবা সুস্থ হয়ে দেশে ফিরবেন, পরিবারের কাছে ফিরবেন।

সাগর জাহান বলেন, ‘আমার জীবনের সবকিছু আমার বাবা আর মা। তারা দুজনই আমার পৃথিবী, আমার বেেঁচ থাকার অনুপ্রেরণা, আমার অস্তিত্ব। আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারি সেই তৌফিক যেন দেন। আর আব্বার এই মুহুর্তে আব্বার পাশে থাকতে পারছি, আব্বার সেবা করতে পারছি এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য।’

আনোয়ার জাহান নান্টু গুণী চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর বড় ভাই। আনোয়ার জাহান নান্টুর বয়স এখন ৭২ বছর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads