• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

নিরাপত্তার বাড়াবাড়িতে বিরক্ত শিল্পীরা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৯

শান্তিপূর্ণভাবেই গতকাল শুরু হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। সকাল ৯টায় নিজের ভোট দিয়ে নির্বাচন শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। তবে কড়া নিরাপত্তায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করছেন ভোটার ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। নির্বাচনের ভোটার কার্ড ও নির্দিষ্ট পাস ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এসব দেখে ভোট দিতে এসে অভিনেতা সোহেল রানা নির্বাচনের নিরাপত্তাকে ‘বাড়াবাড়ি’ বলে দাবি করেন।

এরপর এফডিসির গেটে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনকে প্রবেশ করতে না দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। নন্দিত নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, গাজী জাহাঙ্গীর, প্রযোজক মোহাম্মদ ইকবালসহ আরো কয়েকজন নির্মাতাকেও প্রবেশে বাধা দেওয়া হয়। এই খবর শুনে পরিচালক ও প্রযোজক সমিতির নেতারা ছুটে আসেন। গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে এ সময় বািবতণ্ডা হয় নেতাদের, দেখা দেয় চরম উত্তেজনা।

এরপর প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের ফোন পেয়ে খোকনসহ সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়।

পরিচালকদের নেতা খোকনসহ অন্যান্য নির্মাতাকে গেটে আটকে দেওয়ায় এটাকে পরিচালকদের অপমান হিসেবে দেখছেন সমিতির নেতারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রযোজকরাও। তারা এফডিসিতে নিরাপত্তার নামে এ ধরনের হয়রানির জন্য নির্বাচন কমিশনার ও এফডিসির মহাপরিচালকের কাছে অভিযোগও জানিয়েছেন।

এ ঘটনায় ক্ষিপ্ত বদিউল আলম খোকন বলেন, ‘এটা একেবারেই যাচ্ছেতাই একটা ব্যাপার। এফডিসির ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন প্রযোজক ও পরিচালক সমিতির। সেখানেও এমন নিরাপত্তার কড়াকড়ি দেখা যায় না। আজ কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। একটা সামান্য নির্বাচনকে কেন্দ্র করে পুরো এফডিসিকে এভাবে স্থবির করে রাখা কোনোভাবেই কাম্য নয়।’

পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব শাহীন সুমন বলেন, ‘কী বলব, পুরোই হাস্যকর অবস্থা। এফডিসির জন্য এত পুলিশ-র‍্যাব দিয়ে নির্বাচন করাটা দৃষ্টিকটু। নির্বাচন হবে উৎসবের মতো। কিন্তু এর নামে কী হচ্ছে! গুণী সব মানুষকে গেটে অপমান করা হচ্ছে। পুলিশের এখানে কিছু করার নেই। কিন্তু যারা এ ধরনের নিরাপত্তায় নির্বাচন আয়োজন করেছেন, তাদের প্রতি ধিক্কার জানাই।’

নন্দিত নির্মাতা কাজী হায়াত বলেন, ‘আমি পরিচালক। সরকার আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে। আমাকে এফডিসিতে প্রবেশে কেন বাধা দেয়া হবে? আমি খুবই অপমানিত হয়েছি। শিল্পীদের নির্বাচন এর আগেও দেখেছি। অনেক হাই প্রোফাইল তারকা নির্বাচন করেছেন। এমন বাজে অবস্থা ছিল না।’

বৃষ্টি থাকায় সকালের দিকে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। ছিল না উৎসবের আমেজও। বিভিন্ন পদের প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় চোখে পড়েছে।

গতকাল ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৪৪৯ জন।

নির্বাচন প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিয়েছি। আশা করছি উৎসবমুখর পরিবেশে শিল্পীরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে আসবেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads