• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

অস্ট্রেলিয়ায় গাইতে গেলেন তপন চৌধুরী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৯

বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব বরেণ্য সংগীতশিল্পী তপন চৌধুরী বেশ কিছুিদন কানাডায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গত বুধবার সকালে ঢাকায় এসেছেন। একদিন বিশ্রাম নিয়ে গতকাল দুপুরের ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন তপন চৌধুরী। এর আগে অস্ট্রেলিয়ায় তিন-চারবার শোর জন্য গিয়েছিলেন তপন চৌধুরী। এবার অস্ট্রেলিয়ার সিডনিতে চট্টগ্রাম সমিতির আয়োজনে ‘মেজবান উৎসব’-এ সংগীত পরিবেশন করার জন্য গেলেন তিনি। সেখানে আগামীকাল ২৭ অক্টোবর এই উৎসবে সংগীত পরিবেশন করবেন তিনি।

তপন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের সন্তান আমি। স্বাভাবিকভাবেই এই উৎসবে গান গাইতে আমি গর্ববোধ করছি। আশা করছি বেশ আনন্দঘন উৎসবে সবার মনের মতো গানই গাইতে পারব। আমি সবসময়ই একজন বাংলাদেশি হিসেবে দেশের বাইরে গান গাইতে গর্ববোধ করি। বাংলা ভাষার গানের মধ্যে এক অন্যরকম ভালোলাগা আছে, ভালোবাসা আছে। শ্রোতা-দর্শকের ভালোবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই।’

তপন চৌধুরী জানান, আগামী ৩০ অক্টোবর তিনি দেশে ফিরবেন। তার সঙ্গে যাচ্ছেন বিশিষ্ট যন্ত্রসংগীত শিল্পী রূপতনু। এদিকে এই প্রজন্মের নন্দিত দুই কণ্ঠশিল্পী হৈমন্তী রক্ষিত ও সানজিদা মাহমুদ নন্দিতার সঙ্গে তপন চৌধুরীর নতুন দুটি গান এরই মধ্যে প্রকাশিত হয়েছে। হৈমন্তীর সঙ্গে গানটি হচ্ছে ‘আড়াল হলেই তুমি’। এই গানটি লিখেছেন সাখাওয়াত হোসেন মারুফ। সুর সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। গানটির লিরিক্যািল ভিডিও নির্মাণ করেছেন বিশ্বজিৎ দেব। নন্দিতার সঙ্গে গানটি হলো ‘এই মিষ্টি হাওয়া রাতে’। গানটি লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সুর সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। এই গানটিরও লিরিক্যাল ভিডিও নির্মাণ করেছেন একই পরিচালক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads