• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মায়ের চরিত্রে তানজিন তিশা

ফাইল ছবি

শোবিজ

মায়ের চরিত্রে তানজিন তিশা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৯

সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। র‍্যাম্প থেকে মিউজিক ভিডিও, সেখান থেকে নিজেকে থিতু করেছেন টিভি নাটকে। বেশি কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। তবে বিশেষ দিবসের নাটকেই তিশার উপস্থিতি এখন বেশি। গত দুই ঈদে তার অভিনীত নাটকগুলোও ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে।

অপূর্ব বা আফরান নিশোর সঙ্গে তিশাকে পেলেই জমে যাচ্ছে নাটক-টেলিছবি। টেলিভিশন মালিকরাও তাই তিশার ওপর ভরসা করছেন চোখ বন্ধ করে। পাশাপাশি ইউটিউবেও তিশাকে নিয়ে নাটক নির্মাণের হিড়িক।

গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পীদের নানামাত্রিক চরিত্রে কাজ করতে হয় এই অভিনেত্রীকে। নানা পেশার নানা মানুষের রূপ ধারণ করতে হয়েছে। সম্প্রতি সোহেল আরমানের ‘রাজপুত্র’ শিরোনামের একটি নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। নাটকটিতে তিশার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে।

নাটকে তিশার সন্তানের চরিত্রে দেখা যাবে তার বড় বোনের সন্তান নায়াসকে। এ নিয়ে তিশা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করেছি। এর আগে কখনো এমন গল্প ও চরিত্রে আমার অভিনয় করা হয়নি। বেশ একটা আবেগী ব্যাপার আছে।’

‘পুরো গল্পজুড়ে সন্তানের জন্য একজন মায়ের কেমন হাহাকার থাকে সেটি দেখা যাবে। এছাড়া আমার বোনের সন্তানকে নিয়ে কাজ করতে অনেক মজা হয়েছে শুটিং স্পটে। মাত্র দেড় বছরের শিশু নায়াস। এরমধ্যেও সে কোনো প্রকার কান্নাকাটি ছাড়া সারা দিন আমাদের সঙ্গে ছিল। বিশেষ করে শুটিং স্পটে অপূর্ব ভাইয়ের কোলে থাকতে সে খুব পছন্দ করতো’ যোগ করেন তিশা। শিগগিরই এই নাটকটি বেসরকারি কোনো টিভি চ্যানেলে প্রচার হবে।

নাটকে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘সারা বছরই আমি একক নাটক নিয়ে ব্যস্ত থাকি। ভালো গল্প ও ভালো নির্মাতার নাটক পেলে সেই সুযোগ কোনো সময়ই হাতছাড়া করি না। এখনই তো পরিশ্রম করে নিজেকে শক্ত একটা জায়গায় দাঁড় করানোর সময়। সে জন্য নিজের ব্যক্তিগত অনেক কাজ ফেলেও শুটিং করতে হয়।’

মডেলিং দিয়ে শুরু হয় তানজিন তিশার মিডিয়া ক্যারিয়ার। প্রথমেই অমিতাভ রেজার নির্দেশনায় ‘রবি’র বিজ্ঞাপনে কাজ করে বাজিমাত করেন তিনি। এটিই ছিল তার টার্নিং পয়েন্ট। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নামিদামি পণ্যের মডেল হয়ে নিজেকে একটা পোক্ত অবস্থানে দাঁড় করিয়ে শুরু করেন নাটক ও টেলিছবির কাজ। ইউটার্ন, আপন কথা, ময়না টিয়া, সোনালি রোদ্দুর, এই শহরে মেয়েরা একা, অচেনা বন্ধু নাটকে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads