• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

শুরু হলো সেলিম আল দীন উৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৯

হাজার বছরের ঐতিহ্যে বাংলার নিজস্ব নাট্যধারাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী গ্রাম থিয়েটার সম্মেলন ও সেলিম আল দীন উৎসব। গতকাল শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার উন্মুক্ত চত্বরে সারা দেশ থেকে আসা শত শত কর্মীদের নিয়ে বেলুন উড়িয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটার ৮ম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় মঞ্চকুসুম শিমুল ইউসুফের নেতৃত্বে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পীরা। জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও গ্রাম থিয়েটারের পতাকা উত্তোলন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।

উদ্বোধনের পরে আলোচনা পর্ব ও সেলিম আল দীন পদক দেওয়া হয়। নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক আফসার আহমেদ ও কাজী সাইদ হোসেন দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা সেলিম আল দীনকে স্মরণ করেন বক্তারা।

অনুষ্ঠানে সেলিম আল দীন পদক দেওয়া হয় বাংলাদেশ মহিলা সমিতিকে। বাংলাদেশের নাগরিক নাট্যচর্চায় মহিলা সমিতির মঞ্চ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ মঞ্চে অভিনয় করেই অনেক নাট্যকর্মী সৃষ্টি হযেছে। সুস্থ সংস্কৃতি চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের এ পদক দেওয়া হয়। সমিতির পক্ষে পদক গ্রহণ করেন সিতারা আহসানুল্লাহ ও তানিয়া বখত।

অনুষ্ঠানে একইসঙ্গে ‘মীর মকসুদ-উস-সালেহীন-বজলুল করিম সম্মাননা’ ও ‘ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক’ দেওয়া হয়। ‘মীর মকসুদ-উস-সালেহীন-বজলুল করিম সম্মাননা’ পান নাট্যকর্মী আহমেদ ইকবাল হায়দার। ‘ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক’ পেয়েছেন নাট্যকর্মী রুমা মোদক।

সম্মেলনের উদ্বোধন, আলোচনা ও পদক শেষে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় বাংলাদেশ নেভি কলেজ। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা লোক সংগীত, নৃত্য এবং বাঁশির সুরে সম্মোহনী পরিবেশ সৃষ্টি করেন পুরো নাট্যশালাজুড়ে।

‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ প্রতিপাদ্যের এই উৎসব চলবে আগামীকাল রোববার পর্যন্ত। সম্মেলনের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় বিভিন্ন নাটক মঞ্চস্থ হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads