• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

শোবিজ

আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গান নিয়ে নাটক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৯

গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তবে তিনি চলে গেলেও নিজের সৃষ্টির মাধ্যমে যুগ যুগ ধরে বেচে থাকবেন তিনি। রুপালি গিটারের সুরে সুরে ভক্ত ও প্রিয়জনরা স্মরণ করবেন তাকে।

তার চলে যাওয়ার পর ভক্ত ও তার কাছের মানুষেরা নানাভাবে তাকে স্মরণ করছেন। গিটারের এ লিজেন্ডকে উৎসর্গ করে তার নামে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে বসেছে রুপালি গিটার। এবার আইয়ূব বাচ্চুকে স্মরণ করে তার গাওয়া জনপ্রিয় গান ‘সেই তুমি’কে ভিত্তি করে নির্মিত হলো নাটক। ইসতিয়াক অয়নের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তারেক রহমান। গানের শিরোনামেই নাটকটির নাম করণ করা হয়েছে বলে জানালেন পরিচালক।

এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ভিট চ্যানেল আই টপ মডেলের সুমাইয়া মিথিলা, সারিকা সাবা, মিলি বাসার ও রিক সহ অনেকই।

পরিচালক তারেক রহমান বলেন, ‘এবি মারা যাওয়ার পর তাকে উৎসর্গ করার জন্য আমি নাটকটি নির্মানের পরিকল্পনা করি। অবশেষে কিছুদিন আগে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। এতে সেই তুমি গানটি দর্শক নতুন ভাবে শুনতে পাবে। যে গানটি নতুন করে গেয়েছেন মুস্তাকিম হাসিব এবং মিউজিক করেছেন নাভেদ পারভেজ। এটি আমার অন্য রকম ভালোবাসার একটি কাজ। আশা করি সবার ভালো লাগবে।’

শিগগিরই নাটকটি কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads