• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

শোবিজ

মাসকট চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫ সিনেমা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৯

ওমানে ২০২০ সালের ২৪ মার্চ থেকে ২৯ মার্চ বসতে যাচ্ছে ‘১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসব’। এই চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫টি সিনেমা। সম্প্রতি প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।

১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেওয়া সিনেমার তালিকায় আছে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’, প্রদীপ ঘোষ পরিচালিত ‘শাটল ট্রেন’, অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ এবং নুহাশ হুমায়ূনের ‘ইতি, তোমারই ঢাকা’।

১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের ১১৫টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবে উপস্থিত থাকবেন জাপানি তারকা কিতারো, বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা এবং নির্মাতা ঘাসন মাসউদ। ১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসবের আয়োজক ওমান ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads