• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শ্রেষ্ঠ করদাতার পুরস্কারে ভূষিত ববিতা, মমতাজ ও তাহসান

ছবি : সংগৃহীত

শোবিজ

শ্রেষ্ঠ করদাতার পুরস্কারে ভূষিত ববিতা, মমতাজ ও তাহসান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৯

গত ৫ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গেজেটে অভিনেত্রী ক্যাটাগরিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা, আনিসুল ইসলাম হিরু, শাকিব খান ও গায়ক গায়িকা ক্যাটাগরিতে মমতাজ, তাহসান, এসডি রুবেলের নাম প্রকাশিত হয়। গত ১৪ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে শ্রেষ্ঠ করদাতার পুরস্কার গ্রহণ করেন ববিতা, মমতাজ, তাহসান।

অনুষ্ঠানে একই টেবিলে পাশাপাশি বসে নিজেদের অর্জন সম্পর্কে নানান অভিজ্ঞতাও শেয়ার করেন তারা তিনজন। দেশের বাইরে আবুধাবি থাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি শাকিব খান। তবে আনিসুল ইসলাম হিরু ও এসডি রুবেল অনুষ্ঠানে উপস্থিত থেকে সেরা করদাতার পুরস্কার গ্রহণ করেন। পাশাপাশি ক্রেস্ট ও সার্টিফিকেটও গ্রহন করেন।

সেরা করদাতার পুরস্কার পেয়ে ববিতা বলেন, ‘এতদিন তো আসলে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হয়েছি। তবে এবারের পুরস্কারটা সত্যিই অন্যরকম। কারণ একজন সচেতন নাগরিক হিসেবে দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি নিয়মিত কর দিয়ে থাকি। কারণ আমাদের দেয়া কর থেকেই দেশকে উন্নয়নের কাজে লাগানো হয়। বিষয়টি সবারই ভাবনায় রেখে নিয়মিত কর পরিশোদ করা উচিত বলে আমি মনেকরি। আমাকে উৎসাহিত করার জন্য রাষ্ট্র আমাকে সেরা করদাতা হিসেবে যে সম্মান দিয়েছে তাতে আমি ভীষণ সম্মানিত বোধ করেছি। অর্থ মন্ত্রলায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ।’

মমতাজ বলেন, ‘সেরা করদাতা হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি আমার জন্য অনেক বড় একটি সম্মাননা প্রাপ্তি। সত্যি বলতে কী, কর দেয়া তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমার যা যা দায়িত্ব সবই আমি সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করি। করও তেমন একটি। আমি মনে করি প্রত্যেক নাগরিকেরই কর দেওয়ার ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমি একজন নাগরিক হিসেবে গর্বিত। আমি এখনো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গানের জন্য কষ্ট করি, অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেই সেখান থেকে একটি অংশ কর দিই।’

গতকাল রাতে তাহসান আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন। যাওয়ার আগে তাহসান বলেন, এই নিয়ে সেরা করদাতা হিসেবে আমার দ্বিতীয়বার পুরস্কারপ্রাপ্তি। যেহেতু দেশের বাইরে আমাকে অনেক সময়ই যেতে হয়, তাই একজন সিআইপি হিসেবে বিমানবন্দরে যে আন্তরিক সেবা পাওয়া যায় সেটা ভালো লাগার। একজন সংগীতশিল্পী হিসেবে আমি যখন পেশা হিসেবে কাজ শুরু করি তখন অনেকেই বলেছিলেন মিডিয়ায় জীবনটা অনেক সময়ই অর্থনৈতিকভাবে ভালো হয়না। তাদের সেই কথার জবাব দিতে আমি গানকে সম্পূর্ণ পেশা হিসেবে নিয়ে, পাশাপাশি শিক্ষকতা করেও বিগত একযুগ ধরে নিয়মিত কর দিয়ে আসছি। যার ফল হিসেবে আমি দুবার সেরা করদাতা হয়েছি। আমার পরবর্তী প্রজন্ম যেন নির্দ্বিধায় গানকে পেশা হিসেবে নিতে পারে সেই অনুপ্রেরণা দিতেই আমি নিয়মিত কর দিয়ে আমার অবস্থানটার জানান দেওয়ার চেষ্টা করছি। তবে এবারের অনুষ্ঠানে আমার জন্য একটি বাড়তি প্রাপ্তি হলো ববিতা আপার সঙ্গে পরিচিত হওয়া এবং তার সঙ্গে সুন্দর সময় কাটানো।

উল্লেখ্য, ববিতা গত বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন। মমতাজ চলতি ২০১৭ সালের শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে পুরস্কার পেতে যাচ্ছেন। তাহসান খান আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads